৯১ ইউনাইটেড কিংডম এর প্রথম ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:১৬:৫৮,অপরাহ্ন ২৭ জুলাই ২০২২ | সংবাদটি ৩৫৪ বার পঠিত
আমির খসরু: বৃটেনে প্রথমবারের মত প্রকাশিত হল ৯১-ইউনাইটেড কিংডম গ্রুপের সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি ম্যাগাজিন।
গত ৩১ মে, ২০২২; একটি সমুদ্র ভ্রমণের আয়োজন করে ৯১- ইউনাইটেড কিংডম গ্রুপ। সেই ভ্রমণের অনুভূতি তুলে ধরেই প্রকাশিত হয় ম্যাগাজিনটি।
গত ২৫ জুলাই সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট ম্যাগাজিনের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। সার্বক্ষণিক সহযোগিতায় সাথে ছিলেন ইফতেখার রাশিদ বাবু।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাদের নিজ নিজ অনুভূতি তুলে ধরেন অত্যন্ত সুন্দর করে এবং ম্যাগাজিন প্রকাশ করার জন্য সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করা হয়।
৯১ ইউনাইটেড কিংডম এর বন্ধুরা সকলেই নিজ নিজ প্রতিভায় সমুজ্জ্বল! এই উজ্জ্বলতা নিয়ে আগামীতে গ্রুপটি আরো এগিয়ে যাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার শাহজাহান, আব্দুল বাছির, রাবেয়া জামান জুছনা, আনোয়ারুল হক শাহিন, বদরুল আলম বাবুল, তানসুভা সুমা, ওহাব জুয়েল, আমির খসরু, বি এম রাফি, ফকরুদ্দিন রাজি, নাফিস মজুমদার, রেজাউল করিম , মুন্না, আসমা আলম, লোপা, রাহিমা আহমেদ, মাহমুদা খানম প্রমুখ। মোড়ক উম্মোচন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ফেসবুক লাইভে এতে দেশ বিদেশ থেকে বন্ধুরা যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রাজি, মুন্না, জয়েল ও নাফিস। সকলের বন্ধুদের উপস্থিতিতে সম্পূর্ন অনুষ্ঠানটি ছিল খুবই প্রানবন্ত ও আপন মহিমায় সমুজ্জ্বল।