রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১:১৭:২৯,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০১৭ | সংবাদটি ১০৩৪ বার পঠিত
রাজধানীতে গণপরিবহনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
তিনি বলেন, রঙচটা, রংঙবিহীন ও জরাজীর্ণ গাড়িগুলো দৃষ্টিনন্দন করে রাস্তায় চালাতে হবে। একই সঙ্গে গাড়িতে থাকা ছাদের উপরের কেরিয়ার, সাইড অ্যাঙ্গেল ও অতিরিক্ত সিট এই সময়সীমার মধ্যে খুলে ফেলতে হবে।
সিটিং সার্ভিস ১৬ এপ্রিল থেকে চলতে পারবে না ঘোষণা দিয়ে এনায়েতুল্লাহ বলেন, সিটিং, গেটলক, স্পেশাল সার্ভিস নামে কোনো সার্ভিস চলতে পারবে না। রুট পারমিট অনুযায়ী চলতে হবে। ভাড়া আদায় করতে হবে সরকার নির্ধারিত চার্ট অনুযায়ী।
এসব সিদ্বান্ত যথাযথভাবে প্রয়োগের জন্য মালিক সমিতির পক্ষ থেকে ১৬ এপ্রিল থেকে ভিজিলেন্স টিম রাস্তায় সক্রিয় থাকবে বলেও জানান এনায়েতুল্লাহ।