শিকাগো ফোবানার কিক অফ পার্টি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:৩৪,অপরাহ্ন ২৫ মে ২০২২ | সংবাদটি ৪০৩ বার পঠিত
জুয়েল সাদত
শিকাগোতে ফোবানা ২০২২ এর কিক অফ পার্টি অনুষ্ঠিত।
গত ২১ শে শনিবার সন্ধ্যায় শিকাগোর কন্টিনেন্টাল একটিভিটি সেন্টারে অনুষ্টিত হয় ৩৬ তম ফোবানার কিক অফ পার্টি। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ পর্যন্ত চলে কিক অফ পার্টি।
কিক অফ পার্টিতে ফোবানার একজিকিটিভ কমিটি ও হোষ্ট কমিটি ও ফোবানার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
উইন্ডি সিটি খ্যাত ও বাংলাদেশের অহংকার এর শহর শিকাগো। শিকাগোর ল্যান্ডমাক উইলস টাওয়ার যা সিয়ারস টাওয়ার নামে সুপরিচিত সেটা বাংলাদেশের ফজলুর রহমানের অনন্য সৃষ্টি। সেই শহরে বাংলাদেশীরা সুপরিচিত, সেখানেই সেপ্টেম্বর এর ২ থেকে ৪ তারিখ ফোবানার ৩৬তম আসর বসতে যাচ্ছে।
ফোবানা উত্তর আমেরিকা প্রবাসীদের বার্ষিক মিলনমেলা। যেখানে উত্তর আমেরিকার শিল্পীরা তাদের মনোমুগ্ধকর পারফরম্যান্স করে থাকেন। ওয়াশিংটন ফোবানর পর শিকাগো ফোবানাকে ঘিরে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে শিকাগো ফোবানায় ফোবাবার মুল কনসেপ্টে ফিরে আসবে ধারনা করা যাচ্ছে। ওয়াশিংটন ফোবানার বড় ইভেন্ট করতে গিয়ে ব্লাক টাই ডিনার সহ অনেক সেমিনারের ঘাটতি ছিল। ফোবানার মুল থিম উত্তর আমেরিকার শিল্পীদের অগ্রাধিকার দেওয়া সেটা যে কোন কারনে অনুপস্থিত থাকে। দেশের শিল্পীদের লিষ্ট লম্বা করে উত্তর আমেরিকার শিল্পীরা বঞ্চিত হন। সেটা এবার হবে না বলে জানিয়েছেম কনভেনর জনাব মকবুল আলী
ফোবানার কিক অফ পার্টিতে কনভেনর মকবুল আলী ও মেম্বার সেক্রেটারি সৈয়দ এহসান জানান মেম্বার অরগানাইজেশান এর উপস্থিতি ৮০ এর কাছাকাছি থাকবে। শিকাগো ফোবাবার ২০২২ এর হোষ্ট বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড। এই সংগঠনটির ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন বিশ্ববিখ্যাত প্রকৌশলী মরহুম এফ রহমান। শিকাগো আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর বলা যায়। ফোবানা দেখতে এসে নেভি পিয়ার, স্পোর্টস এরিনা, সায়েন্স মিউজিয়াম দেখতে পারবেন। এবারের ফোবানায় নানা বিষয়ের সেমিনার থাকবে, শহর ঘুরে দেখার জন্য ইনফরমেশন বুথ থাকবে বলে জানালেন কনভেনর মকবুল আলী। ১৯৮৭ সালে থেকে শুরু হওয়া ফোবানার ৩৬ তন আসরটি জমজমাট হবে বলে জানিয়েছেন আয়োজক হোষ্ট কমিটি।
কিক অফ পার্টিতে ৩৬ তম ফোবানার চেয়ারম্যান রেহান রেজা জানান ফোবানা তার নিজস্ব গতিতে চলছে। ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার অবকাশ নাই।
এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী বলেন, সকলের সম্মিলিত চেষ্টায় ৩৬ তম ফোবানা সফলতা পাবে। কাউকে বাহিরে রেখে ফোবানা নয়, ফোবানা সকলের। তবে ফোবানায় থাকবে স্বচ্ছতা। ফোবানা নিয়ে কোন অপপ্রচারে কান না দেবার আহবান জানান তিনি।
৩০ বছর পর শিকাগোতে ফোবানা হচ্ছে। কিক অফ পার্টিতে উপস্থিত সকলকে ৩৬ তম ফোবানার ভেন্যু, ফোবানার স্টল, সেমিনার এর স্থান সহ গেষ্ট থাকার জায়গা ঘুরে দেখানো হয় । ফোবানার অতিথিরা ভেন্যুর পাশেই থাকবেন।
কিক অফ পার্টিতে ছিল স্বাগতিক হোষ্ট কমিটির পরিচিতি ও ৩৬ তম ফোবানার একটি পুর্নাঙ্গ উপস্থাপনা। কিক অফ পার্টিতে ৩৭ তম ডালাস ফোবানার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কিক অফ পার্টিতে সকল বক্তারা ২০২২ এর লেবার উইকএন্ড এর ২/৩/৪ সেপ্টেম্বর এর ফোবানা হবে ঐক্যর ফোবানা বলে ঘোষণা দেন। ফোবানা উত্তর আমেরিকায় সকল প্রবাসীদের মিলনমেলা, সেখানে সবার অংশগ্রহণ থাকবে।
কিক অফ পার্টির শেষ দিকে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এর উপস্থাপনা ছিল। ৩৬ তম ফোবানার কালচারাল কমিটির শিল্পীদের পরিবেশনা সকলের প্রশংসা কুড়ায়,।
অনুষ্টানের শেষে বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড এর প্রেসিডেন্ট ও ৩৬ তম ফোবানার কনভেনর জবাব মকবুল আলী ও ৩৬ তম ফোবানার মেম্বার সেক্রেটারি সৈয়দ এহসান আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানান।