৩৬ তম ফোবানার কিক অফ পার্টি ২১ মে শিকাগোতে
প্রকাশিত হয়েছে : ১০:১৫:১১,অপরাহ্ন ১৯ মে ২০২২ | সংবাদটি ৬৪৭ বার পঠিত
জুয়েল সাদত
ফোবানা ২০২২ এর কিক অফ পার্টি কে ঘিরে ফোবানাী সাথে সংশ্লিষ্টরা জমায়েত হতে শিকাগোতে যাচ্ছেন। ২০২২ এর ফোবাবার হোষ্ট শিকাগো। উইন্ডি সিটি খ্যাত ও বাংলাদেশের অহংকার এর শহর শিকাগো। শিকাগোর ল্যান্ডমাক উইলস টাওয়ার যা সিয়ারস টাওয়ার নামে সুপরিচিত সেটা বাংলাদেশের ফজলুর রহমানের অনন্য সৃষ্টি। সেই শহরে বাংলাদেশ সুপরিচিত, সেখানেই সেপ্টেম্বর এর ২ থেকে ৪ তারিখ ফোবানার ৩৬তম আসর বসতে যাচ্ছে।
ফোবানা উত্তর আমেরিকা প্রবাসী দের বার্ষিক মিলনমেলা।যেখানে উত্তর আমেরিকার শিল্পী রা তাদের মনোমুগ্ধকর পারফরম্যান্স করে থাকেন। ওয়াশিংটন ফোবানর পর শিকাগো ফোবানাকে ঘিরে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে শিকাগো ফোবানায় ফোবাবার মুল কনসেপ্ট ফিরে আসবে ধারনা করা যাচ্ছে। ওয়াশিংটন ফোবানার বড় ইভেন্ট করতে গিয়ে ব্লাক টাই ডিনার সহ অনেক সেমিনারের ঘাটতি ছিল। ফোবানার মুল থিম উত্তর আমেরিকার শিল্পীদের অগ্রাধিকার দেওয়া সেটা যে কোন কারনে অনুপস্থিত থাকে। দেশের শিল্পীদের লিষ্ট লম্বা করে উত্তর আমেরিকার শিল্পীরা বঞ্চিত হন। সেটা এবার হবে না বলে জানা গেছে।
ফোবানার ২১ মে শনিবার এর কিক অফ পার্টিতে ফোবানার সেন্ট্রাল কমিটি ও হোষ্ট কমিটি বিস্তারিত জানাবেন। এবারে মেম্বার অরগানাইজেশান এর উপস্থিতি ৮০ এর কাছাকাছি থাকবে বলে জানা গেছে। শিকাগো ফোবাবার ২০২২ এর হোষ্ট বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড। এই সংগঠনটির ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন বিশ্ববিখ্যাত প্রকৌশলী মরহুম এফ রহমান। শিকাগো আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর বলা যায়। ফোবানা দেখতে এসে নেভি পিয়ার, স্পোর্টস এরিনা, সায়েন্স মিউজিয়াম দেখতে পারবেন। এবারের ফোবানায় নানা বিষয়ের সেমিনার থাকবে, শহর ঘুরে দেখার জন্য ইনফরমেশন বুথ থাকবে বলে জানালেন কনভেনর মকবুল আলী। ১৯৮৭ সালে থেকে শুরু হওয়া ফোবানার ৩৬ তন আসরটি জমজমাট হবে বলে জানিয়েছেন কনভেনর। আমন্ত্রিত শিল্পীদের তালিকা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ২১ মে কিক অফ পার্টিতে বিস্তারিত জানানো হবে। যারা পারফর্ম করতে চান তারা যোগাযোগ করতে পারেন সৈয়দ এহসানের সাথে। কিক অফ পার্টিতে উপস্থিত থাকবেন ৩৬ তম ফোবানার চেয়ারম্যান রেহান রেজা, এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী। কিক অফ পার্টির ভেন্যুটা নির্বাচন করা হয়েছে শিকাগোর জনপ্রিয় একটি ভেন্যুতে। সকলকে সনয়মত উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড এর প্রেসিডেন্ট ও ৩৬ তম ফোবানার কনভেনর জবাব মকবুল আলী ও ৩৬ তম ফোবানার মেম্বার সেক্রেটারি সৈয়দ এহসান।
FOBANA 2022 Comvention Chicago Kickoff. Venue: Centennial Activity Center.
100 S Western Avenue
Park Ridge, IL 60068
Date: Saturday, May 21, 2022
Time: 5:00 PM to 11:30 PM