রমজান উপলক্ষে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ১০ লক্ষাধিক টাকা অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ৭:০১:১৭,অপরাহ্ন ০২ মে ২০২২ | সংবাদটি ৫০৮ বার পঠিত
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার কানিশাইল, দওরাইল, রায়গড়, নগর, মিশ্রপাড়া, বারোকোট, নিশ্চিত, খরদাপাডা, মুকিতলা, ইসলামপুর, সুনামপুর, ধারাবহর, শিলঘাট এবং নালিউরি গ্রামে ১০ লক্ষ ৫১ হাজার টাকা গরিব ও অসহায় পরিবারকে প্রদান করেছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।
সংস্থার পক্ষ থেকে ৫১০টি পরিবারের সবাইকে ২০০০ টাকা করে নগদ প্রদান করা হয়। এছাড়াও ঢাকাদক্ষিণ দারুল উলুম হোসেইনিয়া মাদ্রাসা, বারোকোট মাদ্রাসা, হাজী আব্দুস সহিদ মহিলা আলিম মাদ্রাসা (নিশ্চিন্ত) গুরাবা ফান্ডে ১০ হাজার টাকা করেও অনুদান প্রদান করা হয়।
এর আগে ২০২০ এবং ২০২১ সালে ঢাকাদক্ষিণে গরিব ও অসহায় পরিবারকে রমজান মাসে ১৮ লক্ষাধিক টাকা সাহায্য প্রদান করে সংস্থাটি।
২০০২ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত চ্যারিটি রেজিস্টার্ড সংস্থাটি ইতিমধ্যে ঢাকাদক্ষিণ এলাকায় অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর জন্য ১৫০ শতক ভূমি দান, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের অনার্স কোর্স চালু করার জন্য টাকা অনুদান, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান ফটক নির্মাণে অর্থায়ন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং ঢাকাদক্ষিণ এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান সহ বিভিন্ন সময় গরিব দুস্থদের সাহায্য, চিকিৎসা সেবা ও সহযোগিতা করে যাচ্ছে এই সংস্থাটি।
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি মোঃ নুর উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়ামিম রুহুল হোসেন দিদার এবং কোষাধ্যক্ষ মোঃ শামীম আহমদ কার্যকরী কমিটির পক্ষ থেকে যে সকল সদস্য যাঁরা এই রমজান মাসে অনুদানের জন্য সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।