গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ইসি কমিটি গঠিত
প্রকাশিত হয়েছে : ১১:০৯:৫২,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২১ | সংবাদটি ৫৬৪ বার পঠিত
গত ৩০ আগষ্ট রবিবার সন্ধ্যা ৭ঘটিকার সময় পূর্ব লন্ডনের ১১১ কমার্শিয়াল রোডে দিলপাসান্ড রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রথম সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
আলম চৌধুরী ও মাহবুব হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাহমুদ মিয়া মানিক।মৌলানা আবু সুফিয়ানের কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুস্টান শুরু হয়।
সভার প্রথম পর্বে (ওয়ার্ড প্রতিনিধি) বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর আব্দুল আজিজ তকি। উল্লেখ্য নির্বাচন কোন প্রতিদন্ধী না বিনা <span;>প্রতিদন্ধীতায় সকলেই <span;> নির্বাচিত হন। পরবর্তীতে সাংবিধানিক আলোকে বোর্ড মেম্বাররা ইসি কমিটি গঠন করেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, কাউন্সিলর আব্দুল আজিজ তকি, আব্দুল মারজান চৌধুরী (এলু) এবং আব্দুল হালিম চৌধুরী। এসময় যে সকল উপদেষ্টা নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন তারা হলেন, ফয়জুর রহমান খাঁন (নুনু), গোলাম মোস্তফা চৌধুরী, শামছুল হক (জুনেদ) এবং নাজমু চৌধুরী।
দ্বিতীয় পর্বে আলোচনা ও সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরা হয়। সভায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন সংগঠনের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা হলেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, গোলাপগঞ্জ হেলপিং হান্ডস ইউকের সভাপতি মোহাম্মদ আবুল কালাম, জালালাবাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট লেখক আনোয়ার শাহজাহান, ট্রেজারার বদরুল আলম বাবুল, আলিনগর সমাজ কল্যাণ সমেতি ইউকের সাধারণ সম্পাদক লায়েক চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রায়হান উদ্দিন, মেম্বারশিপ সেক্রেটারি মোঃ নুরুল ইসলাম, কালচারাল সেক্রেটারি সালেহ আহমদ, গোলাপগঞ্জ হেলপিং হান্ডস ইউকের সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সামাদ, আলিনগর এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি শাহজান সিদ্দিক সাইরাছ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক জিএস রোমান আহমদ চৌধুরী, প্রবাসী আলিনগর সমিতি ইউকে যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ মানিক চৌধুরী, কমিউনিটি সংগঠক সৈয়দ মুজিবুল ইসলাম আজু, দেলোয়ার হোসেন খাঁন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাহমুদ মিয়া মানিক, আতিকুর রহমান চৌধুরী, ইকবাল আহমদ, মোহাম্মদ জাকারিয়া, হারুনুর রশীদ মজিব, জালাল উদ্দিন, মুফিজুর রহমান চৌধুরী (একলিল), আব্দুল কবির চৌধুরী, মামুনুর রশীদ মাছুম, মোহাম্মদ আবু ছামি জাকারিয়া, বেলায়েত হোসেন চৌধুরী রাজু, মাছুম আহমদ, মাহবুব হোসেন চৌধুরী, আবু ছুফিয়ান, এম এ বাছিত, কাওছার আহমদ, সাহেদ আহমদ, খালেদ আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, মিনহাজ আহমদ, মিরাজ আহমদ,আবুল আহমদ, মকসুদ চৌধুরী, আব্দুল আহাদ, আব্দুস সামাদ, রুবেল আহমদ, নজরুল ইসলাম, মৌলানা এহছানুজ্জামান, জামাল উদ্দিন, মুজিব আহমদ, টিপু রহমান, ফরহাদ চৌধুরী, মুহিবুর রহমান মুহিব, ফয়ছল আহমদ, সফিক উদ্দিন (খলিল), শেখুল ইসলাম, পারবেস আহমদ,মাসুক আহমদ, মামুনুর রশীদ (আব্দুরউফ), মারুফ হোসেন, ইকবাল হোসেন, আবুল হাসনাত,আলিম উদ্দিন প্রমুখ৷
অতিথিদের মধ্যে ১২ জন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আজীবন সদস্যপদ গ্রহন করে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।