দ্যা ব্ল্যাক, এশিয়ান এন্ড মাইনোরিটি এথনিক এর চ্যারেটি ডিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:০২:৫৮,অপরাহ্ন ২৮ আগস্ট ২০২১ | সংবাদটি ৪০৪ বার পঠিত
হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের জন্য বিসেনেজেটিক আয়োজিত চ্যারেটি ডিনারে অতিথিরা বলেন, দ্যা ব্ল্যাক, এশিয়ান এন্ড মাইনোরিটি এথনিক কমিউনিটির লোকদের আরো এগিয়ে আসতে হবে। শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা ব্যবসা-বাণিজ্য, রাজনীতি সহ ব্রিটেনের প্রতিটি সেক্টরে এথনিক মাইনোটরির অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।
গত ২৭ আগষ্ট শুক্রবার বিসেনেজেটিক আয়োজিত দ্যা ব্ল্যাক, এশিয়ান এন্ড মাইনোরিটি এথনিক ডিনারে এথনিক মাইনোটির চ্যারেটি ডিনারের বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ করতে এই চ্যারেটি ডিনারের আয়োজন করে বিসেনেজেটিক। বিসেনেজেটিক এর ফাউন্ডার চেয়ারম্যান তানভীর শাহজাহানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করা হয়।
এতে প্রায় দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। চ্যারেটি ডিনারে তহবিল সংগ্রহের জন্য হলিডে, ফুটবল খেলোয়াড়দের সাইন করা জার্সি, দুবাই হলিডে, খ্যাতিমান শিল্পীদের আর্ট, সিরিয়ার অনাথ শিশুদের হাতের চাপ দিয়ে পোষ্টার, হেলিকপ্টারদিয়ে লন্ডন সিটি ভ্রমণ, সুপার কার হায়ার সহ বিভিন্ন জিনিসপত্রের নিলাম অনুষ্ঠিত হয়। হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ জন্য ১৫ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে এনটিভি ইউরোপ এর সিইও সাবরিনা হোসেইন বলেন, বিসেনেজেটিক- এর মত আমাদের কমিউনিটির আরো অনেকেই এগিয়ে আসতে হবে। শিক্ষা, ব্যবসার পাশাপাশি সমাজের প্রতিটি সেক্টরেই নেতৃত্ব আসলেই এথনিক মাইনোরিটির লোকেরো এগিয়ে যাবে। তিনি বিসেনেজেটিক এর ফাউন্ডার সিইও তানভীর শাহজাহানের কাজের প্রশংশা করে বলেন, কমিউনিটির প্রতিটি কাজেই এনটিভি অংশগ্রহণ রয়েছে এবং আগামীতে থাকবে।
চ্যালসি ফুটবল টিমের প্রথম ব্ল্যাক ফুটবলার পল কেনোবেইল খেলাধুলায় এথনিক মাইনোরিটিদের এগিয়ে আসার আহবান করেন।
ফাউন্ডার অব ব্লু প্রিন্ট এজেন্সির কেয়া কমডরি, নাইক ট্রেইনার এর ডিজাইনার হাসান আব্দেল খালিক, বিসেনেজেটিক এর কো চেয়ারম্যান সাদ রহমান সহ অনুষ্ঠানের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এথনিক মাইনোরিটি কমিউনিটির কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যবসার সিইও, পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে ৬ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়।