সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:২০:২০,অপরাহ্ন ২২ আগস্ট ২০২১ | সংবাদটি ৪৫০ বার পঠিত
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ আগস্ট ২০২১ বুধবার সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনের ৩৭সি প্রিন্সলেট স্ট্রিটে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বঙ্গবন্ধু-সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় আগামী একবছরের পরিকল্পনা, বইমেলা ও সেপ্টেম্বরে একটি বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, উপদেষ্ঠা পরিষদ গঠন-সহ অনেকগুলো গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ময়নুর রহমান বাবুলের সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী সভার আলোচনায় অংশ নেন- আবুল কালাম আজাদ ছোটন, নুরুল ইসলাম, আতাউর রহমান মিলাদ, ফারুক আহমদ, আনোয়ার শাহজাহান, মোসাইদ খান, জুয়েল রাজ, মোস্তফা জামান চৌধুরী নিপুণ, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সাগর রহমান, সাইম উদ্দিন খন্দকার, সৈয়দ হিলাল সাইফ, শাহাদাত করিম, রহমত আলী, মুহাম্মদ মুহিদ প্রমুখ।