করোনাকালীন সময়ে কমিউনিটির কল্যাণে কাজ করার স্বীকৃতি পেলেন আব্দুল বাছির
প্রকাশিত হয়েছে : ১১:৩২:০৪,অপরাহ্ন ২১ আগস্ট ২০২১ | সংবাদটি ৩১৫ বার পঠিত
কমিউনিটির কল্যাণ কাজ করার স্বীকৃতি পেয়েছেন নিউহাম কাউন্সিলের বাসিন্দা, কমিউনিটি এক্টিভিষ্ট আব্দুল বাছির।
গত ১৯ আগষ্ট শনিবার নিউহামে একটি কমিউনিটি সেন্টারে তিনি এই সম্মাননা সার্টিফিকেট গ্রহণ করেন। নিউহ্যাম এলাকার যে সকল নাগরিক করোনাকালীন সময়ে কমিউনিটির কল্যাণে কাজ করেছেন তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ৭৫ জনকে “কভিট চ্যাম্পিয়নস ইন নিউহ্যাম” প্রদান করে নিউহ্যাম কাউন্সিল। অনুষ্ঠান যৌথ ভাবে বার্কলী হোম এবং লন্ডন টি লন্ডন টি এক্সচেঞ্জ এর সৌজন্যে অনুষ্ঠিত হয়।
জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক আব্দুল বাছির সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন থেকে নিউহ্যাম কাউন্সিলে বসবাস করছেন। আব্দুল বাছির গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য ছাড়াও বৃটেনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
আব্দুল বাছির তার এই প্রাপ্তিতে আপ্লুত। তিনি সকলের দোয়া কামনা করছেন।