গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:০৮:৫৯,অপরাহ্ন ১০ আগস্ট ২০২১ | সংবাদটি ৩৩২ বার পঠিত
গত ৮ আগষ্ট রবিবার দুপুর ১২ ঘটিকার সময় পূর্ব লন্ডনের আমার গাঁও রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত। ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহিবুল হক। পরে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর সাধারণ সম্পাদক আনোয়ার শাহজাহান দ্বি-বার্ষিক রিপোর্ট এবং ট্রেজারার বদরুল আলম বাবুল আয়-ব্যয়ের রিপোর্ট পরিবেশন করেন।
সভায় কার্যকরী কমিটির বিগত দিনের কার্যক্রমের প্রশংশা করা হয়। এছাড়াও গোলাপগঞ্জ হাউস-র দাতা সদস্যদের নাম প্রকাশ করে সবাইকে গোলাপগঞ্জ হাউসের পার্মানেন্ট ডনার মেম্বারশিপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
দ্বিতীয় পর্বে বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির নির্বাচনে বিজয়ী বোর্ড মেম্বারদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর আব্দুল আজিজ তকি। থাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার নাজিমউদ্দিন আহমদ এবং আফছর হোসেন এনাম। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, সাংবাদিক মিছবা জামাল, কমিউনিটি ব্যক্তিত্ব ইছবাহ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, হাবিবুর রহমান, মুহিবুর রহমান মুহিব, আবজল হোসেন, মাহমুদুর রহমান শানুর, মোহাম্মদ আব্দুল মতিন, রায়হান উদ্দিন, আব্দুল বাছির, লুৎফর রহমান, তারেক রহমান ছানু, নুরুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া, সালেহ আহমদ, জেনিফার সারোয়ার লাক্সমী, আতিকুর রহমান শাফার, শিহাব উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, সাইফুল ইসলাম, মুহিবুল হক, মাহমুদ মিয়া মানিক, মুফিজুর রহমান চৌধুরী একলিল, আব্দুল বাছিত, কবির আহমদ, তৌফিক আহমদ টিটু, সাইফুল আলম, সুহেল আহমদ, আব্দুল মালিক খোকন, সিরাজুল ইসলাম, সিদ্দিকুর রহমান (ওলি ওয়াদুদ), জুবায়ের আহমদ, রোসুম জসীম উদ্দিন , জোসনা পারভীন, কিশোয়ার এনাম লিটন, রোমানা এনাম প্রমুখ।