৫২৪ পরিবারকে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের অনুদান
প্রকাশিত হয়েছে : ১২:০৬:০০,অপরাহ্ন ১২ মে ২০২১ | সংবাদটি ৮৬৩ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায় ১০ লাখ ৬৮ হাজার টাকা যাকাত অনুদান প্রদান করেছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।
সংস্থার পক্ষ থেকে ঢাকাদক্ষিণ এলাকার কানিশাইল, দওরাইল, নগর, রায়গড়, বারোকোট, নিশ্চিত, খরদাপাড়া, নালিউরি, মুকিতলা, ইসলামপুর, সুনামপুর, ধারাবহর ও শিলঘাট গ্রামের ৫২৪টি পরিবারকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।
এছাড়াও ঢাকাদক্ষিণ দারুল উলুম হোসেইনিয়া মাদ্রাসার গুরাবা ফান্ডে ১০ হাজার টাকা এবং জামিয়া ইসলামিয়া বারকোট মাদ্রাসায় গুরাবা ফান্ডে ১০হাজার টাকা প্রদান করা হয়।
গতবছর একই ভাবে ৭ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছিল সংস্থাটি।
২০০২ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত চ্যারিটি রেজিস্টার্ড সংস্থাটি ইতিমধ্যে ঢাকাদক্ষিণ এলাকায় অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর জন্য ১৫০ শতক ভূমি দান, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের অনার্স কোর্স চালু করার জন্য টাকা অনুদান, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান ফটক নির্মাণে অর্থায়ন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, এবং ঢাকাদক্ষিণ এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান সহ বিভিন্ন সময় গরিব দুস্থদের সাহায্য, চিকিৎসা সেবা ও সহযোগিতা করে যাচ্ছে এই সংস্থাটি।
এবছর যাকাত ফান্ড এর কমিটির দায়িত্বে ছিলেন, মো নুর উদ্দিন শাহনুর, ইয়ামিম দিদার, শামীম আহমদ, আব্দুল লতিফ নিজাম, মাহমুদুর রহমান শানুর, দেওয়ান নজরুল ইসলাম, মো তাজুল ইসলাম, দেলোয়ার আহমদ শাহান, ইকবাল চৌধুরী, আব্দুল বাছির, সাদেক আহমদ, রেদওয়ান হুসেইন রেজা, জুবায়ের সিদ্দিকী, সেলিম আহমদ, কাওছার আহমদ জগলু, সুহেল আহমদ, ফরিদ আহমদ, আজিজুর রহমান আজিজ এবং কামাল উদ্দিন।
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি মোঃ নুর উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়ামিম রুহুল হোসেন দিদার এবং কোষাধ্যক্ষ মোঃ শামীম আহমদ কার্যকরী কমিটির পক্ষ থেকে যে সকল সদস্য এই পরিস্থিতিতে এলাকায় যাকাত এবং অনুদানের জন্য সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়াও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব রেজাউল আমিন দিলওয়ার সহ যারা বাংলাদেশে সহযোগিতা করেছেন তাদের সকলকে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
আগামীতেও এরকম মহতি কাজে সবাইকে এগিয়ে আসার জন্য সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
————————————————————-