গোলাপগঞ্জস্থ”গোয়াসপুর ব্রাইট ইয়থ ক্লাব”র কমিটি গঠিত।
প্রকাশিত হয়েছে : ৯:২৩:৫৫,অপরাহ্ন ০৮ মে ২০২১ | সংবাদটি ১০৮৪ বার পঠিত
২নং গোলাপগঞ্জ ইউনিয়নাধীন গোয়াসপুর গ্রামের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গোয়াসপুর ব্রাইট ইয়থ ক্লাব”র কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।স্বেচ্ছাসেবী এই সংগঠনটি ১৯৯৮ সালে আত্মপ্রকাশ করে।সংগঠনটি প্রতিষ্টাকাল থেকে গ্রামে সমাজসেবামূলক নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।মেধাবী ছাত্রছাত্রীদের মেধা বিকাশে বৃত্তি/কুইজ প্রতিযোগীতা,বৃক্ষরোপন,খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনীজন সম্মাননা ছিলো নিয়মিত আয়োজন।২০০৯সাল থেকে ক্লাবের কার্যক্রমে ভাটা পড়ে।ক্লাবের সক্রীয় সদস্যগন কেউ উচ্চ শিক্ষার্থে,কেউ পারিবারিক অভিবাসন বা ব্যবসার উদ্দেশ্যেও দেশান্তরিত হোন।যারা দেশে ছিলেন তারাও জীবিকার তাগিদে কর্মব্যস্ত হয়ে পড়েন।তারুণ্য দীপ্ত ক্লাবটি এভাবে ধীরে ধীরে একেবারে প্রাণহীন হয়ে পড়ে।গ্রামের পাশ ঘেঁষে মহাসড়কের ধারে ক্লাবের যে সাইনবোর্ড ছিলো তা শুভাকাঙ্খীদের মনের ভিথর জানান দিতো”আমি মরি নাই”বার্তা।সময়ের পরিবর্তনে সেই সাইনবোর্ডটিও উধাও হয়ে যায়।২০২০সালে বৈশ্বিক করোনা অতিমারিতে লকডাউনে গ্রামের হতদরিদ্রদের সাহায্যার্থে ক্লাবের সাবেক সদস্য নিউইয়র্কবাসী জাহেদ জারিফ গ্রামের সকল প্রবাসীদের কাছ থেকে অর্থ সাহায্য তুলেন।ভালো কাজে সবার অভূতপূর্ব সাড়া পেয়ে তিনি গ্রামের ঐতিহ্যবাহী সংগঠনটিকে পুনর্গঠনের জন্য উদ্যোগী হোন।তিনি সবাইকে উদ্বুদ্ধ করেন ক্লাবটি পুনর্গঠনে তাকে সহযোগীতা করার জন্য।গ্রামের তরুণেরাও ক্লাব পুনর্গঠনের প্রস্তাবকে সাদরে গ্রহণ করে কাজ শুরু করেন।গ্রামের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বীগনও এগিয়ে আসেন।সবার সহযোগীতায় ও অংশগ্রহণে সম্প্রতি ক্লাবের নতুন কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।ক্লাবের সভাপতি মনোনীত হোন শামসুদ্দীন,সিনিয়র সহ সভাপতি মো.মোর্শেদ আহমদ,সহ সভাপতি অলিউর রহমান,মো.মামুন আহমদ,মো.করির আহমদ,মো সুহেল আহমদ মাছুম।সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান আরিফ,সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ,অর্থ সম্পাদক জাফর আলম,সহ.অর্থ সম্পাদক বাবর আহমদ।এছাড়া সদস্য রয়েছেন অর্ধ শতাধীক।কার্যকরী পরিষদ ও প্রবাসে অবস্থানরত ক্লাবের সাবেক সদস্যদের সম্মতিক্রমে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হোন তমজ্জুল আলী তুতা মিয়া, বিলাল আহমদ,কুনু মিয়া,আবুল হাসনাত,জয়নাল উদ্দীন,আব্দুন নূর,কয়েস শাহরিয়ার,ছালেহ জিয়া,লুৎফুর রহমান, দুদু মিয়া,কাইয়ুম আহমদ,ফজিব মিয়া,সাহাব উদ্দিন,শামীম আহমদ,তাজ উদ্দিন,নজরুল ইসলাম,হেলাল উদ্দিন ,আব্দুল আলিম,সাইদুল ইসলাম কালাম।