নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির শোক ও সাধারণ আলোচনা সভা অনুষ্টিত।
প্রকাশিত হয়েছে : ৭:২৭:৪৫,অপরাহ্ন ২৮ মার্চ ২০২১ | সংবাদটি ৬৮১ বার পঠিত
করোনার আঘাতে বিধ্বস্ত নির্ঘুম নিউইয়র্ক নগরে বছরব্যাপী ছিলো অদ্ভুত নিরবতা।সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ ব্যবসা বাণিজ্য প্রায় সব কার্যক্রম ছিলো ভার্চুয়াল।নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি নিয়মিত ভার্চুয়াল সভা সহ মাঠ পর্যায়ে থেকে নিরবে কাজ করেছে,স্বজন হারানো পরিবারপরিজনের পাশে থেকেছে।বিপন্ন পরিস্থিতিতে দায়বদ্ধতা থেকে স্বদেশেও চালিয়েছে নানা সেবামূলক কার্যক্রম।তবুও দেশে দেশে সবার মধ্যে ছিলো প্রিয়জন হারানোর বেদনা আর অজানা আতঙ্ক।করোনা পরবর্তী নিউইয়র্ক তার স্বরুপে ফিরতে শুরু করেছে।কিন্তু নিউইয়র্কবাসীর হৃদয়ের রক্তক্ষরণ থাকবে অনাগতকাল।ইতিহাসের সবচে শোকাবহ মরণযজ্ঞে নিউইয়র্ক সোসাইটি সংশ্লিষ্ট বহু পরিবার নিজেদের আপনজন হারিছেন,কেউ করোণাক্রান্ত হয়ে আবার কেউ স্বাভাবিক নিয়মে নিয়তির কাছে হার মেনে চলে যেতে হয়েছে পরপারে।নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা ও প্রস্থিত স্বজনদের স্মরণ করলো।আজ শনিবার,২৭মার্চ বিকাল ৬:০০ঘটিকায় স্থানীয় একটি হলরুমে হেলিম আহমদের সভাপতিত্বে ও আব্দুল মুমিত চৌ.উমেলের পরিচালনায় সোসাইটির নেতৃবৃন্দ হারানো স্বজনদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করলো।শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে নেতৃবৃন্দ মিলিত হোন।সম্প্রতি চিরনিদ্রায় শায়িত নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য হান্নান চৌধুরী,উপদেষ্টা মুক্তারুল ইসলামের মাতা এবং নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির প্রচার সম্পাদক লেখক জাহেদ জারিফের পিতা শিক্ষানুরাগী হাজী আফতাব আলী,শামিম চৌধুরী,আলাউদ্দিন,এশাকুর রিফাত,রিফাত চৌধুরীকে শোক শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়।তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মুমিত চৌধুরী উমেল।করোনা সহ নানা রোগ শোকে জর্জরিত সোসাইটির অন্যান্য স্বজনদেরও রোগমুক্তি চেয়ে দোয়া করা হয়।সভায় সোসাইটির বার্ষিক বনভোজন সহ সোসাইটির নানামুখী সেবামূলক কার্ভাযক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন হেলিম আহমদ,শেখ আতিকুল ইসলাম,এবাদ চৌধুরী,আব্দুল মুমিত চৌ.উমেল,আকরাম চৌধুরী,ফয়েজ চৌধুরী,ফয়ছল আহমদ,ওয়াহিদ পারভেজ,জাহেদ জারিফ প্রমুখ।