বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিএস রোমান চৌধুরীর শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১০:২৩:০১,অপরাহ্ন ৩০ আগস্ট ২০২০ | সংবাদটি ২২২৬ বার পঠিত
বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এবং ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক জিএস রোমান আহমদ চৌধুরী বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন।
মিডিয়াতে এক বার্তায় বলেন, মুক্তিযুদ্ধের মহাবীর, বহুদলীয় গণতন্ত্রের অজেয় সৈনিক, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমরসৃষ্টি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের মমতা ও ভালোবাসায় বেড়ে ওঠা- এ দেশের সর্ববহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সংগ্রাম সাফল্য আর কিংবদন্তিতে ভাস্বর বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ শুভক্ষণে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করা প্রত্যেককে ফুলেল অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি আরোও বলেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এইদিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসীদের নিয়ে এই দল প্রতিষ্ঠা করেন।