গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট কমিউনিটিতে পথ প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে
প্রকাশিত হয়েছে : ১১:০৮:৫৮,অপরাহ্ন ১৬ আগস্ট ২০২০ | সংবাদটি ৪১০ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি সংগঠনেরগুলোর পথ প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে। শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে কমিউনিটির কল্যাণে কাজ করছে এই সংগঠন।
গত ১৬ আগষ্ট রবিবার সবজি মেলা এবং সংগঠনের ভবিষ্যত কার্যক্রম নিয়ে সোশ্যাল ট্রাস্টের ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠান সংযোগ থেকে ট্রাস্টের নেতৃবৃন্দরা একথা বলেন।
নেতৃবৃন্দরা আরো বলেন, ব্রিটেনে গোলাপগঞ্জের যে ৩টি বড় সংগঠন রয়েছে আমাদের একেকটি সংগঠনের একেক ধরনের কাজ করে যাচ্ছে। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট শিক্ষা নিয়ে, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস আর্থ-সামাজিক উন্নয়ন এবং গোলাপগঞ্জ উপজেলা উপজেলা সোশ্যাল ট্রাস্ট ব্রিটেনে গোলাপগঞ্জি কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইউকে সরকারের চ্যারেটি কমিশন কতৃক রেজিস্ট্রেশন হওয়াতে আমরা প্রথম গোলাপগঞ্জের সংগঠন হিসেবে গৌরবান্বিত। এ গৌরব শুধু সোশ্যাল ট্রাস্টের নয়, পুরো প্রবাসী সংগঠনের।
সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে আমরা আমাদের সদস্যদের নিয়ে অনেকগুলো কাজ করেছি যাতে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেন। সমুদ্র সৈকত ভ্রমণ, পিঠা উৎসব, ফুটবল টুর্নামেন্ট, হাউজ অব পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্টে শিক্ষা সফর উল্লেখ্য যোগ্য ছিল।
চলতি বছরে ব্রিটেনে প্রথম বাংলাদেশি সবজি মেলার আয়োজন করে গোলাপগঞ্জি সংগঠন হিসেবে আমরা গোলাপগঞ্জের মুখ উজ্জ্বল করতে যাচ্ছি। ব্রিটেনে উপজেলা সংগঠন গুলোর মধ্যে আমরাই প্রথম বারের মত উৎসবের আয়োজন করেছিলাম।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের সঞ্চালনায় লাইভ অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত। ট্রাস্টের ট্রেজারার বদরুল আলম বাবুলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনায় সংযোগ থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, ট্রেজারার বদরুল আলম বাবুল, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু, মেম্বারশিপ সেক্রেটারি সালেহ আহমদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি শিহাব উদ্দিন, বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য মুহিবুল হক, প্রথম আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান, সোশ্যাল ট্রাস্টের সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা এডুুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ ইসবাহ উদ্দিন, সোশ্যাল ট্রাস্টের সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারি জিল্লুর রহমান, সোশ্যাল ট্রাস্টের সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল বাছির, সোশ্যাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য রোমান আহমদ চোধূরী, সোশ্যাল ট্রাস্টের সদস্য ইয়াহিয়া খান প্রমুখ।