ফ্রান্সে দুই আফ্রিকানের হাতে সিলেটী যুবক খুন!
প্রকাশিত হয়েছে : ১:০৭:২৮,অপরাহ্ন ২০ জুলাই ২০২০ | সংবাদটি ২০৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ফ্রান্সে দুই আফ্রিকানের হাতে সিলেটী এক যুবক খুন হয়েছেন।
নিহত যুবকের নাম জালাল আহমদ (৩০)। তিনি সিলেট আখালিয়া ধামালি পাড়া সোনালি আবাসিক এলাকার মৃত আম্তর আলীর পুত্র।
হত্যার সাথে জড়িত ঐ দুই আফ্রিকান পুলিশের হেফাজতে রয়েছে।
শনিবার (১৮ জুলাই) স্থানীয় সময় রাতে প্যারিস থেকে ২৮ কিলোমিটার দূরে স্যারজি এলাকায় তিনি খুন হন।
নিহতের এক বন্ধু জানিয়েছেন, জালাল স্যারজি এলাকায় সরকারি একটি বাসায় থাকতেন। তার সাথে আরও এক বাংলাদেশী ও দুই আফ্রিকান নাগরিকও বসবাস করতেন। গত কিছুদিন আগে ৭০০ ইউরো দামের একটি মোবাইল ফোন কিনেছে জালাল। ধারণা করা হচ্ছে এই মোবাইলের কারণে আফ্রিকানরা তাকে হত্যা করে প্যান্টের ব্যাল্ট দিয়ে খাটের সাথে ঝুলিয়ে রাখে।
বর্তমানে পুলিশের হেফাজতে জালালের মরদেহ রয়েছে বলেও জানান তার ঐ বন্ধু।