সিলেটে নতুন আক্রান্ত ৯৪ ও সুস্থ্য হয়েছেন ৮৩ জন
প্রকাশিত হয়েছে : ১০:০৯:১৬,অপরাহ্ন ১৩ জুলাই ২০২০ | সংবাদটি ৯৮৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। একই সময় সুস্থ হয়েছেন ৮৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।
এনিয়ে বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৯০ জনে দাড়িয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত ৯৪ জনের মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জ জেলার ১২ জন ও মৌলভীবাজার জেলার ২৩ জন রয়েছেন।
একইসময় সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৩৬ জন, সিলেটে ১৩ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে ১৩ জন রয়েছেন।
বিভাগের ৫ হাজার ৮৯০ জন আক্রান্তের মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ১২৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৭৪ জন, হবিগঞ্জে ৯১১ জন ও মৌলভীবাজারে ৬৮০ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের চার জেলায় বর্তমানে ২১৬ জন আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিভাগের ২ হাজার ৩১৯ জন ও নতুন দুইজনসহ করোনায় মারা গেছেন ১০৩ জন।