হাফিজ মজির উদ্দিন ও খন্দকার ফরিদ উদ্দিন স্মরণে ভার্চুয়াল স্মৃতিচারণ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১২:৪২:৫৯,অপরাহ্ন ০৬ জুলাই ২০২০ | সংবাদটি ৬১৭ বার পঠিত
মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক এবং কমিউনিটি ব্যক্তিত্ব হাফিজ মজির উদ্দিন এবং খন্দকার ফরিদ উদ্দিনের মৃত্যুতে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৫ জুলাই রবিবার দুপুর ২ ঘটিকার সময় জালালাবাদ টিভি ইউকে আয়োজিত এই ভার্চুয়াল স্মৃতিচারণ অনুষ্ঠান যুক্তরাজ্যের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিজনেরা আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রিয়জন যখন স্মৃতি শিরোনামে অনুষ্ঠিত এই স্মৃতিচারণ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন লেখকও সাংবাদিক আনোয়ার শাহজাহান।
আলোচনায় অংশগ্রহণ করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আলবাব হোসেন, বাংলাদেশ ক্যাটারাস এ্যাসোসিয়েশনের ইউকের সভাপতি এম. এ মুনিম, ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, লেখক ও গবেষক ফারুক আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ. ম অহিদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্টাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত বাংলাদেশ সেন্টারের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্টাস্টের ভাইস চেয়ারম্যান ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার জহির হোসেন গৌছ, লক্ষনাবন্দ ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা নাহিন মাহমুদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল বাছির, বাংলাদেশ ইয়ুথ ফ্রন্টের সাবেক সেক্রেটারি জামাল চৌধুরী, মরহুম হাফিজ মজির উদ্দিনের ছেলে ফয়ছল আহমদ, মরহুম খন্দকার ফরিদ উদ্দিনের ছেলে খন্দকার মহি উদ্দিন প্রমুখ।
প্রয়াত মজির উদ্দিন কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘ ১৬ বৎসর বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন সিলেট এর ইউ কে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে একজন প্রবাসী সংগঠক হিসাবে বিশেষ ভূমিকা পালন করেন যার দরুন বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ সেন্টার কর্তৃক সম্মাননা লাভ করেন।
লন্ডন বাংলাদেশ সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ব্রিকলেইন জামে মসজিদের অন্যতম ট্রাষ্টি মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি ও অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, ১৯৭৮ সালে বর্ণবাদ আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন খন্দকার ফরিদ উদ্দিন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় নিবেদিত-প্রাণ হাফিজ মজির উদ্দিন এবং খন্দকার ফরিদ উদ্দিন বাংলাদেশি-ব্রিটিশদের মধ্যে চির-স্মরণীয় হয়ে থাকবেন। স্মৃতিচারণ অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আলোচকবৃন্দ।
Facebook link
https://m.facebook.com/story.php?story_fbid=2922257667901340
Youtube link
https://youtu.be/OUSxQj2p5VE