এবার জঞ্জালমুক্ত হচ্ছে সিলেট নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা!
প্রকাশিত হয়েছে : ৪:৪০:৫৪,অপরাহ্ন ২৭ জুন ২০২০ | সংবাদটি ৩৭৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট শহরকে তার থেকে জঞ্জালমুক্ত করতে এবার জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে লাইনের শেষ মুহুর্তের কাজ।
এসড়কের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনে পরিক্ষামূলকভাবে সঞ্চালনও চালু করা হয়েছে। কয়েক দিন থেকে।
এখন সড়কের দু`পাশের বিদ্যুতের খুঁটি ও ইন্টারনেট লাইন অপসারণের কাজ শুরু করেছে সিটি করপোরেশন।
শনিবার (২৭ জুন) দুপুরে চৌহাট্টা পয়েন্ট থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএস) সিলেটের প্রতিনিধিদের সাথে নিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।
এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্পের সুফল পেতে নগরীর এসব এলাকা থেকে ইন্টারনেট সার্ভিসেস লাইনের/তারের জঞ্জাল সরিয়ে নিতে আগেই সংশ্ষ্টিদের অনুরোধ জানানো হয়েছিল। ইন্টারনেট সার্ভিসেস লাইন সরিয়ে নিতে শুক্রবার (২৬ জুন) পর্যন্ত তাদের সময় বেঁধে দেয়া হয়েছিল। একই সাথে বিদ্যুৎ বিভাগকে সড়কের দুপাশের বিদ্যুতের খুঁটিগুলোও অপসারণের জন্য বলা হয়েছিল।
সংশ্লিষ্টরা একাজে সার্বিকভাবে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদও জানান সিসিক মেয়র।
মেয়র বলেন, যাতে ইন্টারনেট সেবা পেতে নাগরিক ভোগান্তি না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা গ্রহনের বিষয়টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএস) সিলেট নিশ্চিত করেছেন। তাই আজ (শনিবার) থেকে এই সড়কের দু’পাশ থেকে তারের জঞ্জাল আর বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই কাজটি শেষ হলে ভূগর্ভস্থ বিদ্যুতের পূর্ণাঙ্গ সেবা পাবেন চৌহাট্টা থেকে জিন্দাবাজার সড়কের দুপাশের গ্রাহকরা। দেশের প্রথম ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় এর আগে সফলভাবে হযরত শাজালাল দরগাহ এলাকায় গ্রাহকদের মাঝে পূর্ণাঙ্গ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় পরবর্তিতে গোটা সিলেট নগরীকে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, বিদ্যুতের তারের জঞ্জাল কমিয়ে নগরীকে স্মার্ট ডিজিটাল সিটি হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও সিলেট সিটি করপোরেশনের সহায়তায় ৫৫ কোটি টাকা ব্যায়ে ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্পের আওতা এ কাজ চলছে। দেশের প্রথম এই ভূগর্ভস্থ বিদ্যুতায়নের এই প্রকল্পে সিলেট নগরীতে ১১ কেভি ২৫ কিলোমিটার, শূন্য দশমিক ৪ কেভি ১৮ কিলোমিটার ও ৩৩ কেভি ৬ কিলোমিটার ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হবে।
এই প্রকল্পে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই সাব স্টেশন থেকে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বরখানা হয়ে যাবে চৌহাট্টায়। চৌহাট্টা থেকে জিন্দাবাজার-কোর্ট পয়েন্ট হয়ে সিলেট সার্কিট হাউজ যাবে একটি লাইন। চৌহাট্টা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অফিস পর্যন্ত বিদ্যুতায়ন হবে।