সিলেটে ২০৯৩, অপর ৩ জেলায় ১৮১৮ জন আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:০৮,অপরাহ্ন ২৫ জুন ২০২০ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিভাগে ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সিলেট ও ঢাকায় করোনা পরীক্ষা করে প্রতিদিনই প্রতিটি জেলায় শনাক্ত হচ্ছে এ ভাইরাসটি।
বিভাগের ৪ জেলার মধ্যে সিলেট জেলায়ই আক্রান্ত সংখ্যা দাড়িয়েছে ২০৯৩ জনে। আর অপর ৩ জেলায় মিলে আক্রান্ত ১৮১৮ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট ওসমানী হাসপাতাল ল্যাবে নমুন পরীক্ষা করে সিলেট জেলার ৮১ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা করে সুনামগঞ্জ জেলার ১৫ জন, ঢাকার ল্যাবে পরীক্ষা করে মৌলভীবাজার জেলার ২২ জন ও হবিগঞ্জ জেলার ৩০ জন নতুন করে শনাক্ত হন।
এনিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৯১১ জনে। এরমধ্যে সিলেট জেলায় ২০৯৩ জন, সুনামগঞ্জ জেলায় ৯১০ জন, মৌলভীবাজার জেলায় ৩৮৬ জন ও হবিগঞ্জ জেলায় ৫২২ জন।
সিলেট
বৃহস্পতিবার ওসমানী হাসপাতাল ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এনিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২০৯৩ জনে।
সুনামগঞ্জ
শাবির ল্যাব সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার ল্যাবে ১৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১০ জন।
মৌলভীবাজার
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, মৌলভীবাজারে বৃহস্পতিবার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজনগরের ৩ জন, কুলাউড়ার ৫ জন, জুড়ীর ৯ জন, কমলগঞ্জের ৩ জন ও বড়লেখার দুইজন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জনে। ইতোমধ্যে ১৪৬ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন চারজন।
হবিগঞ্জ
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বলেন, বৃহস্পতিবার জেলায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, চুনারুঘাটের ১৩ জন এবং বাহুবলের ৩ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়েছেন ১৮৮ জন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা।