আফজাল হোসেন রফি স্মরণে বন্ধু ও পরিচিত মহলের স্মৃতিচারণ
প্রকাশিত হয়েছে : ২:১৬:১৪,অপরাহ্ন ২৫ জুন ২০২০ | সংবাদটি ৭৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যুবনেতা এবং ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক জিএস আফজাল হোসেন রফি শুধু একজন রাজনীতিক বা ফুটবলার নয়। তিনি ছিলেন গোলাপগঞ্জের সকল নায্য দাবি দাওয়া আদায়ের সামনের সারির প্রতিবাদী। তাঁর অকাল মৃত্যুতে ঢাকাদক্ষিণ তথা গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষ আজ শোকাহত। শুধু দেশেই নয় প্রবাসেও রফির বন্ধু-বান্ধব, পরিচিত মহল সবাই ই আজ শোকে স্তব্ধ।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ৮ টায় আফজাল হোসেন রফির স্মৃতিচারণ নিয়ে জনপ্রিয় জালালাবাদ টিভির লন্ডন থেকে এব ভার্চুয়াল অনুষ্ঠানে এভাবেই তাঁর স্মৃতিময় দিনগুলো তুলে ধরেন পরিচিত মহল ও বন্ধুরা।
আলোচকরা আরও বলেন, আফজাল হোসেন রফি দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশে এসে সমাজ, এলাকা ও শিক্ষার উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছিলেন।
গোলাপগঞ্জে ঘরে ঘরে গ্যাস দেয়ার দাবিতে সাইপাম আন্দোলন, গোলাপগঞ্জ উপজেলা স্টেডিয়াম বাস্তবায়ন, ঢাকাদক্ষিণ কাকেশ্বরী খাল উদ্ধারসহ সকল আন্দোলন সংগ্রামেই ছিল রফির অবদান। যা কখনও ভূলার নয়।
আফজাল রফির সহপাঠীরা বলেন, লেখাপড়ার জীবন থেকে সে ছিল আন্দোলনী, পরপোকারী। কলেজের সংসদ নির্বাচনে সকল শিক্ষার্থীর ভালবাসায় নিয়েই জিএস নির্বাচিত হয়েছিলছ। কোন শিক্ষার্থীর কি সমস্যা রফি জানা মাত্র সমাধানের পথ বের হয়ে যেত।
অনুষ্ঠানের গোলাপগঞ্জের সাবেক ছাত্র নেতৃবৃন্দ সহ রফির বন্ধুবান্ধবরা অংশ গ্রহণ করেন।
লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের প্রাণবন্ত সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে রফির অকাল মৃত্যুতে আলোচকরা শোক প্রকাশ করে তাঁর মাগফিরাত কামনা করেন।
জালালাবাদ টিভি আয়োজিত ভার্চুয়াল স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি শামীম আহমদ, ছাত্রলীগ ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবজল হোসেন, জাসদ ছাত্রলীগ ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজে শাখার সাবেক সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খান শামীম, কমিউনিটি ব্যক্তিত্ব মামুনুর রশিদ খান টেনু, গীতিকার এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্টাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা জাসদ যুবজোটের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান যুক্তরাজ্য জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর, ছাত্রলীগ ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি এবং গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, বাংলাদেশ জাসদের গোলাপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এবং জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, গোলাপগঞ্জ উপজেলা জাসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, বর্তমান গ্রেটার লন্ডন জাসদের অর্থ সম্পাদক এবং অনলাইন পোর্টাল বাংলাভাষীর সম্পাদক অলিউর রহমান খান, সাবেক ছাত্রনেতা সুহেল আহমদ, সাবেক কৃতি ফুটবলার দিপু চৌধুরী এবং শিমু চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক গোলাপ সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন এবং আবজল হোসেন রফির ছোট ভাই ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি সংগঠক রেদওয়ান হোসেন রেজা।
আলোচকরা সাবেক ছাত্রনেতা ও সংগঠক আবজল হোসেন রফির স্মৃতি রক্ষার্থে কোন কিছু করাও জন্য এলাকাবাসীদের কাছে অনুরোধ করেন। পাশাপাশি জালালাবাদ টিভির এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
আফজাল হোসেন রফির পরিচিতি:
আফজাল হোসেন রফি ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের হাজী আনোয়ার হোসেনের ২য় পুত্র।
স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুন (সোমবার) সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন। এর আগে অসুস্থ হলে ২০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আফজাল হোসেন বাংলাদেশ জাসদের গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।