আমুড়া ইউনিয়নে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের ত্রাণ বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:১৫:২৮,অপরাহ্ন ২৩ জুন ২০২০ | সংবাদটি ৫০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের ইউনিয়ন ভিত্তিক দেয়া ত্রাণ, জরুরী ওষুধ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার আমুড়া ইউপির অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।
আমুড়া ইউনিয়ন প্রতিনিধি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ ও নির্বাহী সদস্য তাজ উদ্দিনের তত্বাবধানে রবিবার (২১ জুন) বিকেলে শিলঘাট সৈয়দা আদিবা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের হাতে ত্রাণ, ওষুধ ও নগদ টাকা তুলে দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকার মুরব্বি মাসুক উদ্দিন, সৈয়দা আদিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দোহা ফজল সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, ইউপি সদস্য নুরুল ইসলাম, মুনিম আহমদ, জাহেদ আহমদ, রাজ্জাদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা ইউনিয়নের অসহায়দের জন্য এ ত্রাণ কার্যক্রমে যুক্তরাজ্য থেকে তত্বাবধান করায় সাদেক আহমদ ও তাজ উদ্দিনকে ধন্যবাদ জানান। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।