সিলেটে নতুন ৪০ জনসহ আক্রান্ত ১২৭৭ জন
প্রকাশিত হয়েছে : ৬:০৬:০৫,অপরাহ্ন ১২ জুন ২০২০ | সংবাদটি ৩৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে নতুন করে আরও ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২৭৭ জনে।
শুক্রবার (১২ জুন) রাতে ওসমানী হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতাল ল্যাবে শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মীসহ সিলেট সিটি করপোরেশন এলাকার ও সদর উপজেলার বাসিন্দা রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ১১৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন।