করোনা জয় করে ফের মানব সেবায় গোলাপগঞ্জের মেয়ে
প্রকাশিত হয়েছে : ৯:৩০:১৪,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ১২৭৯ বার পঠিত
ইমরান আহমদ:: যুক্তরাজ্যে প্রাণঘাতী কারোনাভাইরাসের চিকিৎসায় নিয়োজিত থেকে করোনায় আক্রান্ত সিলেটের গোলাপগঞ্জের মেয়ে ইজমি আহমেদ সুস্থ্য হয়ে ফের রোগীদের সেবায় নামলেন।
তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের অধিবাসী লিটু আহমেদ জুম্মার মেয়ে।
করোনার মহামারীর প্রথম থেকেই বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালে নিয়মিত নার্স হিসেবে কর্মরত ছিলেন ইজমি আহমেদ।
তিনি করোনা আক্রান্ত হওয়ার পর ডাক্তারের পারামর্শে পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর করোনা জয় করে তিনি ফের নেমে পড়েন মানব সেবায়।