নিউইয়র্কে করোনায় বিয়ানীবাজারের এক প্রবাসীর মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৯:২৫:০৩,অপরাহ্ন ১৩ মে ২০২০ | সংবাদটি ৩২৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তে আরেক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা ও নিউইয়র্ক সিটির কুইন্সে বসবাসকারী হাজী মতিউর রহমান (৬৭)। এ নিয়ে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২২০ প্রবাসী মারা গেলেন।
মঙ্গলবার (১২ মে) নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, নিউইয়র্ক স্টেটে গত কয়েকদিন মৃত্যুর সংখ্যা কমলেও রবিবারের তুলনায় সোমবার ৩৪ জন বেশী মারা গেছে। তবে এ সংখ্যা ২০০ জনের কম হওয়ার পাশাপাশি নতুন রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কমেছে বলে জানান স্টেট গভর্নর এ্যান্ড্রু ক্যুমো। নিয়মিত প্রেসব্রিফিংকালে স্টেট গভর্নর জানান, সোমবার মারা গেছে ১৯৫ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১৬১।