করোনা: তুমি না একটি বিপদ, তবে কেন এত তামাশা?
প্রকাশিত হয়েছে : ১০:০২:৩৩,অপরাহ্ন ১১ মে ২০২০ | সংবাদটি ৫২৯ বার পঠিত
।। শেখ খালিদ সাইফুল্লাহ ।।
তৃতীয় পর্ব
(এক জানাযা প্রসংগে)
জানি করোনা! মৃত্যু তোমার মতো বিপদের তোয়াক্কা করে না,সে নির্ধারিত সময়ে আসবেই,তবে তোমার গ্রাসকালে আসা মৃত্যু এ যেন চিরাচরিত নিয়মের নয় ৷ ক্রান্তিকালে মরণের দাফন বা সৎকার সম্পন্ন করা স্বাভাবিকের মতো নয় ৷ এহেন পরিস্থিতিতে মাওলার ডাকে সাড়া দিতে হলো বাংলার এক জননন্দিত আলেমের ৷ মিডিয়ার বদৌলতে এ সংবাদ ছড়িয়ে পড়লো সারা বিশ্বে ; সতর্কতামূলক জানাযার সময় জানানো হয়নি পরিশেষে৷ তদুপরি ছড়িয়ে ছিঠিয়ে থাকা অসংখ্য গুণগ্রাহী সকলেই চেয়েছিল জানাযায় হাজির হতে৷ কিন্তু নিজের সুরক্ষা ভেবে স্বাস্থবিধি লঙ্ঘন করতে রাজি হলোনা অনেকে ৷ উপস্থিত হয়েছেন নিদৃষ্ট সংখ্যক ছাত্র-তুলাবা, বন্ধুবর আর এলাকার তৌহিদী জনতা৷ এতে সংক্রমণ প্রতিরোধে ডাকা Lockdown হয়েছে বাধাগ্রস্থ৷ সরকারী নির্দেশ অমান্য করাতে জনমনে বেড়েছে আতঙ্ক ৷ স্বীকার করি, নাজুক পরিস্থিতিতে এ গণজমায়েত মোটেও কাম্য নয় ৷ তাহলে প্রশ্ন জাগে, এসব কী করে হয়? কারা অবরোধ ভাঙ্গতে সুযোগ করে দিলো,এলাকায় জনসমাগম করতে না দেয়া কাদের দায়িত্বে ছিলো ৷ বাছ-বিচার না করে এক কথায় বলে দেয়া ‘ তা মাওলানাদের কাজ’ যা অমূলক ৷ মাওলানারা জানে,করোনা! তুমি যে আল্লাহ প্রদত্ত একটি গজব,পৃথিবীর সর্বত্রই চলছে তোমার উপদ্রব ৷ তোমার জন্য চাই সচেতনতা,হতে হবে সতর্ক;নিতে হবে সুরক্ষা তাই৷ এরপরও চলছে এক জানাযা নিয়ে কতো গুঞ্জন, মিডিয়া ও টকশোতে বিষদ চেচামেচি যার ইয়ত্তা নেই৷ শেষপর্যন্ত এলাকার এক মৌলভীর বউ চিকিৎসা করাতে গিয়ে Prescription ছাড়া বাড়ী ফিরে হলেন কলুষিত ৷ ডাক্তার বলেন, এ রোগীর চিকিৎসা করতে পারব না,কারণ তার স্বামী জানাযায় উপস্থিত ছিলো৷ কঠোর হলো আশপাশ এলাকার বাসিন্দাদের জন্য Lockdown নীতি,তোমার সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন করলেন গত ১৮ এপ্রিল সন্ধ্যা থেকে ১৪ দিনের Home Quarantine এ থাকার নির্দেশ জারী। কই আজ পর্যন্ত সনাক্ত হয়নি কেউ তোমার দ্বারা আক্রান্ত হয়েছে বলে; অধিকন্তু, ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ ঘোষনা দিলেন,উপসর্গ না পাওয়াতে কোনো ব্যক্তির করোনা সনাক্ত হয়নি সরবে। আর কি বললেন জানো?এলাকাটি আপাতত ঝুঁকিমুক্ত ,স্বাভাবিক জীবনযাপন করো৷ করোনা! এ হলো তোমার বাজিমাত আর আল্লাহ ওয়ালাদের একটি কেরামত ৷————————) পরবর্তীতে তামাশা-৪ ৷