গোলাপগঞ্জে বাজার স্বাভাবিক রাখতে প্রশাসন সরব
প্রকাশিত হয়েছে : ৭:৪৫:১৭,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪০২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের মধ্যে লকডাউনে সারাদেশ। ফলে সব পেশার মানুষ ঘনবন্দি। এমন পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি না পায় সেজন্য দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনও দ্রব্যাদির মূল্য স্বাভাবিক রাখতে এবং করোনারভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় রাখতে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে প্রতিদিনই উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানসহ আইনশৃঙ্খলাবাহিনী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ব্যবসা প্রাণকেন্দ্র ঢাকাদক্ষিণ বাজার পরিদর্শন করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে এবং দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
পরিদর্শনকালে বিভিন্ন দোকান ও কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় দেখে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়।
এসময় সেনাবাহিনীসহ উপজেলা কর্মকর্তা ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, পবিত্র রমজান মাস চলছে। এ মাসে বিভিন্ন রকমের খরচাদি একটু বেশি হয়। মানুষ প্রতিদিনই বাজার করতে আসেন। কিন্তু দূরত্ব বজায় রেখে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে সমস্যা নেই।
পূর্বের ন্যায় সচেতন থাকলে ইনশাআল্লাহ আমাদের উপজেলা এখন যেভাবে করোনামুক্ত রয়েছে, আগামীতেও থাকবে। তিনি এজন্য উপজেলার সচেতন মহলসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।