সিলেটে জ্বর-সর্দি নিয়ে চিকিৎসাধীন যুবকের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৬:২৩:৪৩,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে জ্বর-সর্দি নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার বিকেলেই তাকে হাসপতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর-সর্দি থাকায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হবে। তিনি আরো জানান, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।