করোনা আক্রান্তদের জমজমের পানি খাওয়ার নির্দেশ সুদাইসির
প্রকাশিত হয়েছে : ৩:১১:২৯,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৫২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে জমজমের পানি খাওয়ানোর নির্দেশ দিয়েছেন মক্কার আল-হারামাইন মসজিদের প্রধান ইমাম আব্দুর রহমান আল-সুদাইস।
রোগীদের আধ্যাত্মিকভাবে সহায়তা করতে তিনি এ নির্দেশ দেন। খবর ইকনার।
তাঁর এ নির্দেশের পর সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীদের হাসপাতালে জমজমের পানি সরবরাহ করা হবে বলে জানা গেছে। তবে রোগীদের পর্যন্ত এই পানি কীভাবে সরবরাহ করা হবে সেটি এখনও জানা যায়নি।
মক্কায় মসজিদ আল-হারামে অবস্থিত জমজম কূপ থেকে উত্তোলন করা হয় জমজম পানি। আল্লাহ তায়লা বিস্ময়করভাবে এই পানি প্রবাহিত করছেন।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সৌদি আরবে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ছয় হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আর বৈশ্বিকভাবে আক্রান্তের সংখ্যা প্রায় ২২ লাখে পৌঁছেছে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ৪৭ হাজারের বেশি মানুষের।