৪২ মেট্রিক টন সরকারি চালসহ একজন আটক!
প্রকাশিত হয়েছে : ৮:০৭:২৭,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৫৯ বার পঠিত
পটুয়াখালী থেকে সংবাদদাতা:: পটুয়াখালীর বাউফলে ৪২ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি ট্রলারসহ শাহজাহান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বগা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা থেকে বগা এলাকায় ৪২ মেট্রিক টন সরকারি চাল নিয়ে একটি ট্রলার আসে। বগার মোতাহার হাওলাদারের আড়তে চাল তুলছিল শ্রমিকরা। পরে চাল ও ট্রলারসহ আড়তদারের ছেলে শাহজাহানকে (৩২) আটক করে পুলিশ।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বগা এলাকায় অভিযান চালিয়ে ৪২ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার এবং ট্রলারসহ শাহজাহান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।