গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের নব-নির্বাচিত কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:১২,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৭৯৭ বার পঠিত
গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের নব-নির্বাচিত নেতৃবৃন্দের কাছে অনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য বিদায়ী কমিটি। গত ২৩ জানুয়ারি সোমবার ইষ্ট লন্ডনের রয়েল রিজেন্সী হলে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে গোলাপগঞ্জবাসীর উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ শাহ মোস্তাফিদ আহমেদ।
নব-নির্বাচিত কমিটির শপথ পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ খান এমবিই। শপথ গ্রহন শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি তমিজুর রহমান রঞ্জু। নব-নির্বাচিত সাধারন সম্পাদক এনামুল হক লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, নব-নির্বাচিত কোষাধ্যক্ষ জিয়াউল হক শামীম, মেম্বারশীপ সেক্রেটারী সিদ্দিকুর রহমান, ক্রীড়া ও কালচারাল সেক্রেটারি শামীম আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বাছির, নব-নির্বাচিত সদস্য রিয়াজ উদ্দিন, আলী হায়দার চৌধুরী রাজু, আমিনুল ইসলাম রাবেল, জি এম অপু শাহরিয়ার, লায়েক মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য গত ৪ জানুয়ারি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস এর নির্বাচন যারা নিবার্চিত হয়েছেন তারা হলেন – সভাপতি তমিজুর রহমান রঞ্জু, সহ-সভাপতি হাজী আবুল কালাম, মো দিলওয়ার হোসেন, সালাহ উদ্দিন, আব্দুল হালিম মাহমুদ নাহিন, সাধারন সম্পাদক এনামুল হক লিটন, যুগ্ন-সাধারন সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ জিয়াউল হক শামীম, সহ-কোষাধ্যক্ষ জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সদস্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সদস্য বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক আহমদ, ক্রীড়া ও কালচারাল সম্পাদক শামীম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রোমান আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য রিয়াজ উদ্দিন, আমিনুল ইসলাম রাবেল, তপু শেখ, বেলাল হোসেন, জি এম অপু শাহরিয়ার, হাসান আহমদ, তাজ উদ্দিন, মুনিম ঈমান, জহুরূল ইসলাম শামুন, আলী হায়দার চৌধুরী রাজু ও মুহিবুল হক। অনুষ্ঠানে বক্তারা নব-নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দকে অভিনন্দন ও মোবারকবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন এই কমিটি সাধারণ সদস্যদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সংগঠনের কাংখিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরলস ভাবে কাজ করে যাবে।
এর আগে সংগঠনের ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক সাধারন সম্পাদক নাহিন হালিম মাহমুদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি ফেরদৌস আলম। এ সময় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আহমদ সাদ , প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক তাজুল ইসলাম, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, কমিউনিটি সংগঠক হোসেন শফি, কমিউনিটি সংগঠক অলিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজ, সদ্য সাবেক সদস্য ইকবাল আহমদ, নব-নির্বাচিত শিক্ষা বিষয়ক সম্পাদক রোমান আহমদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য মারুফ আহমদ প্রমুখ।