যুক্তরাষ্ট্রে লকডাউন না মেনে রাস্তায়, ১৩ বাংলাদেশির মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ১১:০১:১১,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২০ | সংবাদটি ১৩৩৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টারও কম সময়ে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে নিউইয়র্কে ১১ জন এবং নিউজার্সিতে দুই বাংলাদেশি রয়েছে।
এ নিয়ে নিউইয়র্ক ও নিউজার্সিতে ৫০ জনের অধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে।
যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক জানান, ‘আমাদের কাছে যে সংবাদ আছে সে অনুযায়ী উবার ও ট্যাক্সিচালকদের বড় অংশ আক্রান্ত হয়েছেন। মারা যাওয়াদের মধ্যে এদের সংখ্যাই বেশি।’
তিনি বলেন, ‘উবার বা ট্যাক্সিতে বিভিন্ন অঞ্চলের মানুষ উঠেছেন। নতুন আসা বিদেশিরাও উঠেছেন। ইউরোপের দেশগুলোর মানুষও উঠেছেন। এতে চালকরা আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাদের মাধ্যমে পরিবারকেও আক্রান্ত করে থাকতে পারেন।’ এছাড়া সুপার স্টোরগুলো থেকেও অনেকে আক্রান্ত হয়েছেন বলেও মনে করছেন তিনি।
নিউইয়র্ক পুলিশে চাকুরিরত এক বাংলাদেশি সদস্য বলেন, ‘নিউইয়র্কের মানুষ কোনো আইন মানেনি, লকডাউনকেও গুরুত্ব দেয়নি। জরুরি প্রয়োজন নেই তারপরও অনেক বাংলাদেশি রাস্তায়। একজনের কাছে জানতে চাইলাম। বললেন, এখনই চলে যাব। কিছু হবে না।’
তিনি বলেন, ‘নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। মঙ্গলবার (৩১ মার্চ) জেনেছিলাম ৮ জন, বুধবার (১ এপ্রিল) জানলাম কমপক্ষে ১৪ জন মারা গেছেন। আর গুঞ্জনে থাকা সংখ্যা আরও অনেক বেশি। হাসপাতালে আছেন অনেক, লাইফ সাপোর্টে আছেন তিন জন।’
যুক্তরাষ্ট্রে মৃত্যের সংখ্যা দুই লাখ ৪০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউজ। বুধবার সকাল পর্যন্ত নিউইয়র্ক সিটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯১৫ জন। মৃত্যু হয়েছে এক হাজার ১৩৯ জন।