স্কুলের নাম ওসমানী রক্ষার আন্দোলনে কমিউনিটির পাশে থাকবো- মেয়র জন বিগস
প্রকাশিত হয়েছে : ১২:২৮:২৭,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৮৫৪ বার পঠিত
টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস পূর্ব লন্ডনের ওসমানী স্কুলের নাম পরিবর্তনের ইস্যুতে কমিউনিটির পাশে থাকার অঙ্গিকার করেছেন। তিনি বলেছেন নামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা স্কুল গভর্নিং বডির। তাই তাদের কাছে সবাই মিলে ওসমানী নামটি রাখার যৌক্তিকতা তুলে ধরতে হবে। এব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ব্রিকলেন বিজনেস এন্ড রেসিডেন্ট এসোসিয়েশন ও কমিউনিটি নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভাটি ২১ জানুয়ারী শনিবার অনুষ্টিত হয়। ব্যবসায়ী আজমল হোসেনের সভাপতিত্বে বাংলা টাউনের মাইক্রোবিজনেস সেন্টারে আয়োজিত এই সভায় মেয়র আরো বলেন, ওসমানী নাম পরিবর্তনের সিদ্ধান্তে আমি আহত হয়েছি। নাম পরিবর্তনের যুক্তি আমার কাছে গ্রহনযোগ্য হয়নি। স্কুলের নাম পরিবর্তনের বিষয়ে আমার কাছে কোন পরামর্শও চাওয়া হয়নি। আমার কাছে পরামর্শ চাওয়া হলে বাঙ্গালী কমিউনিটির কাছে এই নামের যে বিশেষ গুরুত্ব রয়েছে তা তুলে ধরতাম। তাই নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের জন্য স্কুলের গভর্ণরদের কাছে দাবী জানান। তাদের উচিত স্থানীয় বাসিন্দাদের অভিমতকে সম্মান জানানো। মেয়র বলেন, নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ইতিমধ্যে আমি স্কুলকে চিঠি লিখেছি। এছাড়া আমার প্রস্তাবিত কাউন্সিল মোশনও সকল দলের সমর্থনের পাশ হয়েছে। আশা করি তারা এসব বিবেচনায় নিবেন। মেয়র আরো বলেন, শুধু মাত্র বিখ্যাত ব্যাক্তি হিসাবেই নয়, ওসমানী নামটি বাংলা টাউনের হেরিটেজের অংশ। তাই স্কুল গভর্নিং বডি কতৃক এই নাম পরিবর্তনের সিদ্ধান্তটি একটি ভুল পদক্ষেপ। তাদের উচিত এই ভুল থেকে বের হয়ে আসা। সভায় উপস্থিত জিএলএ মেম্বার উমেশ দেশাই তার বক্তব্যে স্কুল কতৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের আহবান জানান। তিনি বলেন, নাম পরিবর্তনে গভর্নিং বডির যুক্তি আমার কাছে গ্রহনযোগ্য হয়নি। এটি একটি খোঁড়া যুক্তি। সভার সভাপতি আজমল হোসাইন বলেন, ওসমানী স্কুলটি বাংলা টাউনের ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আমরা ঘরে ফিরে যাবো না। নামটি রাখার ব্যাপারে জোড়ালো ভূমিকা নেয়ার জন্য তিনি মেয়রকে ধন্যবাদ জানান। তিনি এই ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোড় দেন।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার রাজীব আহমেদ, কাউন্সিলার আসমা বেগম, সাবেক মেয়র মতিনুজ্জামান, সাবেক মেয়র দরস উল্লাহ, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সেক্রেটারী তারেক চৌধুরী, কমিউনিটি নেটওয়ার্কের সভাপতি সানু মিয়া, মোহাম্মদ আহবাব হোসাইন, আশিক ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, সম্প্রতি পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডে অবস্থিত ওসমানী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্কুলের গভর্নিং বডি। গভর্নিং বডি সম্প্রতি তাদের এক সভায় স্কুলটির নাম ভ্যালেন্স প্রাইমারী স্কুলের রাখার সিদ্ধান্ত পাশ করে। স্কুল পরিচালনায় কাউন্সিলের কোন আইনগত ক্ষমতা না থাকায় তারা নির্বাহী মেয়র অথবা কাউন্সিলের কোন পরামর্শ ছাড়াই এককভাবে এই সিদ্ধান্ত নেয়।