করোনা নিয়ে সুখবর দিলেন সেব্রিনা ফ্লোরা!
প্রকাশিত হয়েছে : ৮:০৬:৩৫,অপরাহ্ন ২৯ মার্চ ২০২০ | সংবাদটি ২৮৭৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়নি।
রবিবার (২৯ মার্চ) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ফলে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জনই রয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৫ জন।
আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০৯ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। সব মিলিয়ে এক হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা এরআগে শনিবার (২৮ মার্চ) জানিয়েছিলেন, যারা সুস্থ হয়ে গেছেন, তাদের মধ্যে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত কেউ কেউ হাসপাতালে ছিলেন। তাদেরকে লক্ষণ-উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছিল।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬ লাখ ৬৪ হাজার ৬০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩০ হাজার ৮২২ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।