মিশিগান স্টেইট যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:৩৭:১৬,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৬৯১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেইট যুবলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৮টায় হেমট্রামিক সিটির স্থানীয় একটি রেস্তোরায় এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল ওয়াহাব জোয়ারদার, অন্টারিও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন হেলাল, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ।
মিশিগান স্টেইট যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী জাবেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, ২০১৯ সালে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে সংখ্যাগরিষ্ঠ আসন বিজয়ের মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার লক্ষে সবাইকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করতে হবে। এছাড়াও সভায় দেশ-বিদেশের বর্তমান রাজনীতি বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।
সভায় আরও উপস্হিত ছিলেন মিশিগান স্টেইট যুবলীগের সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারন সম্পাদক আনিচ্ছুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মো. মামুন আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ তানিম প্রমুখ।