লেখক, পাঠক ও প্রকাশকদের বইমেলার আকর্ষণ ‘বইবার্তা প্রতিদিন’
প্রকাশিত হয়েছে : ৩:৩৭:৫৯,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১১৮৪ বার পঠিত
আর ক’দিন পরেই শুরু হচ্ছে ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৭’। বর্ণাঢ্যভাবে বাঙালীর প্রাণের এই উৎসবকে মাসব্যাপী বরণ করে নিতে চলছে এখন জোর প্রস্তুতি। গ্রন্থমেলার টানে সারা দেশের পাশাপাশি প্রবাস থেকেও ছুটে আসেন সর্বস্তরের লেখক, পাঠক ও প্রকাশকরা। তাইতো গ্রন্থমেলাকে বলা হয় ‘প্রাণের মেলা’।
প্রতিবছরই ইনসাইট এন্টারটেইনমেন্ট ইভেন্ট কমিউনিকেশন এর ব্যানারে নিয়মিত প্রকাশিত হয় গ্রন্থমেলার বিশেষ বুলেটিন ‘বইবার্তা প্রতিদিন’। বুলেটিনে গ্রন্থমেলা সম্পর্কিত যাবতীয় সংবাদ, প্রতিদিনের নতুন বইয়ের সংবাদ, গ্রন্থমেলার স্থিরচিত্র, দেশ-বিদেশে আয়োজিত গ্রন্থমেলার বিভিন্ন তথ্য ও সংবাদ, বই সংক্রান্ত বিভিন্ন সংবাদ, লিটলম্যাগ পরিচিতি, লেখক, প্রকাশক ও গ্রন্থমেলার আয়োজকদের সাক্ষাৎকার প্রকাশ করা হয়। এছাড়াও থাকে গ্রন্থমেলার প্রতিদিনের নানা তথ্য এবং সংবাদ। চার রঙের বিশেষ এই বুলেটিনটি প্রতিদিন গ্রন্থমেলায় আগত দর্শনার্থী, লেখক, প্রকাশকদের নিকট সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
এই বিষয়ে ইনসাইট এন্টারটেইনমেন্ট ইভেন্ট কমিউনিকেশন এর চিফ অপারেশন ডিরেক্টর মো: সজীব উদ্দিন সরকার বলেন, প্রতিবছরই প্রবীণ লেখকদের পাশাপাশি তরুণ এবং নবীন লেখকদের বই প্রকাশ হয়। অনেকেই প্রথম বই প্রকাশ করে সাড়া ফেলে দেন। আবার শুধুমাত্র প্রচার প্রচারণা না পাওয়ার কারণে অনেক নবীন লেখকই থেকে যান আলোচনার বাইরে। যার ফলে তারুণ ও নবীনদের মূল্যবান অনেক সাহিত্যকর্ম পাঠকের হাত পর্যন্ত পৌঁছায়না। এই বিষয়গুলো চিন্তা করেই আমরা গতবছর ‘বইবার্তা প্রতিদিন’ এর প্রতিপাদ্য করি ‘একটি হলেও নবীন লেখকের বই কিনুন’। যা গ্রন্থমেলায় নবীন, তরুণ ও সর্বস্তরের লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তাই নবীন লেখকদের উৎসাহ দিতেই গতবছরের মত এবছরও ‘বইবার্তা প্রতিদিন’ এর প্রতিপাদ্য থাকছে এটি। মূলত বাঙালীর প্রাণের বৃহৎ এ উৎসবকে সফল করা এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে মেলবন্ধন আরো দৃঢ় করাই আমাদের উদ্দেশ্য।
এবারের গ্রন্থমেলায় প্রকাশিতব্য নতুন কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ, ছড়া-কবিতা, শিশুতোষগ্রন্থ, অনুবাদ, সাহিত্য, কল্পবিজ্ঞান, গবেষণা ইত্যাদি ‘বইবার্তা প্রতিদিন’ এ প্রকাশের জন্য আপনিও যোগাযোগ করতে পারেন। এছাড়া গ্রন্থের প্রচ্ছদ, গ্রন্থ পরিচিতি বা বইয়ের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, সংক্ষিপ্ত সূচি, গ্রন্থের নাম, লেখক বা অনুবাদকের নাম, সংক্ষিপ্ত পরিচিতি, প্রকাশক, গ্রন্থের মূল্য, পৃষ্ঠাসংখ্যাসহ গ্রন্থ সম্পর্কিত যে কোন লেখা, ছড়া, কবিতা, আপনার ছবিসহ ই-মেইলের মাধ্যমে প্রেরণ করতে পারবেন। ‘বইবার্তা’র নিয়মিত আয়োজন ‘বইবার্তা প্রতিদিন’ এ গুরুত্বসহকারে আপনার গ্রন্থের সংবাদ ও কবিতা প্রকাশ করা হবে।
গ্রন্থ সংক্রান্ত যাবতীয় তথ্য ও ছবি পাঠাতে হবে boibartaprotidin@gmail.com | এই ই-মেইল অ্যাড্রেসে। ফেসবুক পেইজ: www.facebook.com/BoibartaProtidin ।