ভ্রাম্যমান আদালতে শিশুদের বিচার অবৈধ: হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ১২:১৬:৩৪,অপরাহ্ন ১১ মার্চ ২০২০ | সংবাদটি ৪০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শিশুদের বিচার করা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছেন এটি শিশু আইনের লঙ্ঘন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতে ১২১ শিশুকে দেওয়া দণ্ড অবৈধ ও বাতিল করেছে উচ্চ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকেলে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। অপরদিকে শিশুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম।
উল্লেখ্য এরপূর্বেও ২০১৯ সালের ৩১ অক্টোবর হাইকোর্ট জানিয়েছিলো, শিশু আদালতের বাইরে শিশুদের বিচার বা সাজা ‘অবৈধ’ এমন পর্যবেক্ষণ দিয়ে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা সব শিশুকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়া হয়।
সেসময় বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে স্বপ্রণোদিতভাবে এ আদেশ দেন। এর মধ্যে ১২ বছরের কম বয়সি শিশুদের তাৎক্ষণিক মুক্তি ও ১২ বছর থেকে ১৮ বছর বয়সি শিশুদের ছয় মাসের জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে এসব শিশুদের সাজা দেয়া সংক্রান্ত নথি এক সপ্তাহের মধ্যে তলব করেছে হাইকোর্ট। আদেশে বলা হয়, কোনো শিশুকে মোবাইল কোর্ট সাজা দিতে পারে না। শিশুরা অপরাধ করলে তাদের বিচার হবে শিশু আদালতে। এক দিনের জন্যেও কোনো শিশুকে বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রাখার সুযোগ নেই।