রাজারহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৪৮,অপরাহ্ন ১১ মার্চ ২০২০ | সংবাদটি ১৫১ বার পঠিত

এ বছর দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে রাজারহাট সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে র্যালী শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
প্রক্ল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সজীবুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক,প্রমূখ।