প্রবাসী নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করতে হবে: নাহিদ
প্রকাশিত হয়েছে : ৩:০০:১১,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬১৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রবাসীরা আমাদের দেশের সম্পদ। তারা প্রবাসে থাকলেও দেশ ও দেশের মানুষের কল্যাণে সবসময় নিজের শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে যাচ্ছেন, তা নজিরবিহীন। আর প্রবাসেও বাংলাভাষীদের ঐক্যবদ্ধ এবং সেখানে অবস্থানরত নতুন প্রজন্মকে দেশ ও দেশের সংস্কৃতির সাথে পরিচিত করে তুলতে তারা কাজ করে যাচ্ছেন। সত্যিই তা প্রশংসনীয়।
গতবছর লন্ডনে গোলাপগঞ্জবাসীদের নিয়ে ‘গোলাপগঞ্জ উৎসব’ নামে একটি অনুষ্ঠান করেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। এ ধরণের অনুষ্ঠানের জন্য ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। নতুন প্রজন্মকে এভাবে দেশ ও দেশের সংস্কৃতির সাথে পরিচিতি বাড়াতে আমাদেরও উদ্যোগী হতে হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জের একটি অনুষ্ঠানে ‘গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট’র উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত ‘প্রথম গোলাপগঞ্জ উৎসব’ উপলক্ষে প্রকাশিত ‘প্রজন্মের সেতু’ স্মারকগ্রন্থটি ট্রাস্টের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল বাছিত তাঁর হাতে তুলে দেয়ার সময় সাবেক শিক্ষামন্ত্রী একথাগুলো বলেন।
এ স্মারকগ্রন্থে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়ে ছিলেন।
স্মারকগ্রন্থ প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, কুশিয়ারা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিতালী দেব, কলেজ গভর্ণিং বডির সভাপতি বাবু নিরঞ্জন দাস প্রমুখ।