নিজ হাতে আাঁকা ‘বঙ্গবন্ধু’র ১’শ ছবি প্রদর্শনী নিয়ে শঙ্কা
প্রকাশিত হয়েছে : ২:৩০:৪৮,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ১৪৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রদর্শনীর জন্য শেখ মুজিবুর রহমানের ১’শ ছবি অঙ্কন করেছেন সিলেটের গোলাপগঞ্জের তরুণ চিত্রশিল্পী রাজেশ্বর বিশ্বাস রাজিব।
দীর্ঘ ৪ বছরে ১’শ ছবি আঁকলেও শেষ পর্যন্ত এ ছবিগুলো প্রদর্শনী হবে কী না তা নিয়ে শঙ্কায় রয়েছেন রাজিব।
ছবি প্রদর্শনীর জন্য উপজেলা চত্বর ফ্রি পেলেও এগুলো বাঁধাই করতে প্রয়োজন অনেক টাকার। কিন্তু সে টাকাগুলো জোগার না হওয়ায় তিনি প্রদর্শনী নিয়ে শঙ্কায়।
তার অঙ্কিত ছবিগুলোতে বঙ্গবন্ধুর বর্ণিল জীবনের নানা প্রেক্ষাপট ফুটে উঠেছে।
রাজিব মনে করেন, ছবিগুলো প্রদর্শনী করার আগে তা বাঁধাই করতে হলে অনেক টাকার প্রয়োজন। আমার আয়ের টাকা দিয়েই ছবিগুলো অঙ্কন করেছি। কিন্তু সেগুলো বাধাই করা সম্ভব হচ্ছে না। যদি বঙ্গবন্ধু প্রেমি কোন হৃদয়বান এগিয়ে আসেন তাহলে সেগুলো প্রদর্শনীর আগে বাঁধাই করা সম্ভব হবে।
রাজিব, গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা। ছোটকাল থেকেই ছবি আঁকার শখ তার। বাড়িতে পোড়া কাঠ দিয়ে ছবি আঁকাআঁকি করতেন। সেই শখ এখন নেশা ও পেশায় পরিণত হয়েছে। ২০০৮ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেট শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগে ভর্তিহন।
বর্তমানে তিনি গোলাপগঞ্জে দি আর্ট স্কুল ও বিয়ানীবাজারে চারুলেখা নামের চারুকারু স্কুল পরিচালনা করছেন। এই স্কুলগুলো থেকে স্বল্প কিছু আয় দিয়ে তার এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
রাজিবের সাথে কথা হলে তিনি জানান, আমার আাঁকা একশটি ছবি নিয়ে একটি প্রদর্শনীরও স্বপ্ন ছিলো, কিন্তু এই স্বপ্ন পূরণে বাধাঁ হয়ে দাঁড়িয়েছে আর্থিক অস্বচ্ছলতা। প্রদর্শনীর আয়োজনের জন্য প্রয়োজন অনেক টাকার। আঁকা এক একটি ছবি বাধাই করতে খরচ হয় দেড় থেকে দুই হাজার টাকা। এমন সামর্থ আমার নেই। যদি কোন মুজিবপ্রেমি উৎসাহ ও সাহস দেন তাহলে মুজিব শতবার্ষিকীতে তা প্রদর্শন করতে পারবো।
এব্যাপারে, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, আমি রাজীবকে ব্যক্তিগতভাবে চিনি, তাকে আমি বলেছি উপজেলা চত্বরে তার আকাঁ বঙ্গবন্ধুর ছবিগুলোর প্রদর্শনী করুন। এখানে সম্পূর্ণ ফ্রি ভাবে সে তা প্রদর্শনী করতে পারবে।