চসিক নির্বাচন ২৯ মার্চ, ভোট হবে ইভিএম এ!
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:১৩,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।
একইদিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে। চসিকে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। অন্য দুই সংসদীয় আসনে ভোট হবে কাগজের ব্যালটে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব মো. আলমগীর এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এসব নির্বাচনের সিদ্ধান্ত হয়।
ঘোষিত তফসিল অনুয়ায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ৯ মার্চ।