গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৪১,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৭৫৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাজ্য প্রবাসী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতকে সংবর্ধনা প্রদান করেছে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর মাশা মডেল টাউনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় মিলণায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি ইসমতি জাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহবাব হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল বাছিত বলেন, প্রবাসীরা বিদেশে থাকলেও তাদের মন পড়ে আছে নিজ মাতৃভূমিতে। সেখানে দিন-রাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা দিয়ে বিলাসিতা না করে শিক্ষা ও সমাজ উন্নয়নে ব্যায় করছেন। তাদের মধ্যে অন্যতম এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আনোয়ার শাহজাহান। এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি যে মহত্বের পরিচয় দিয়েছেন তা বিরল। আনোয়ার শাহজাহান ও তাঁর পরিবারের মতো আমাদের সকলের এরকম মন মানসিকতা হওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, আনোয়ার শাহজাহান লন্ডনের মাটিতেও দেশ ও সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রবাসী গোলাপগঞ্জবাসীদের একই প্লাটফর্মে নিয়ে আসতে তিনি যে ভূমিকা রেখে যাচ্ছেন তা আমাদের জন্য গৌরবের।
বিদ্যালয়ের শিক্ষার্থী হামিদ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, সাংবাদিক ইমরান আহমদ ও শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী শিক্ষক মিটু কান্তি দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী ফাহিমা আক্তার, আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্ট’র চেয়ারম্যান আনোয়ার আলমগীর, প্রবাসী আনোয়ার জাহাঙ্গীর, যুবনেতা আলীম উদ্দিন বাবলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবনেতা তারেক আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোপা বেগম, অভিভাবক আমিনা বেগম, নাঈমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।