শীতার্তদের জন্য প্রবাসীরা পাঠাচ্ছেন ৫’শ কম্বল
প্রকাশিত হয়েছে : ১২:২৬:৫৮,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ২৫৫ বার পঠিত
নিউ ইয়র্ক: শীতের তীব্রতা সহ্য করতে না পেরে প্রতিবছরই বাংলাদেশে অনেক মানুষই প্রাণ হারাচ্ছে। অনেকেই ভুগছে কঠিন অসুখে। এসব অবহেলিত মানুষের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একদল প্রবাসী বাংলাদেশি শীতার্তদের সাহাযার্থে ৫ শত কম্বল দেশের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার (৫ জানুয়ারী) প্রধান উদ্যোক্তা হালিম আকবরের নেতৃত্বে ম্যানচেস্টারে অনুষ্ঠিত এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২/৩ দিনের মধ্যে দেশের ১১ শহরে ৫ শত কম্বল পৌঁছানো হবে। যেসব স্থানে কম্বল পাঠানো হচ্ছে- খুলনা, যশোর (সদর), চুয়াডাঙ্গা, গাংনি,পার্বতীপুর, ঈশ্বরদি, ঢাকা, বরিশাল, বাঘারপাড়া (যশোর), আলমডাঙ্গা ও দেবীগঞ্জ (পঞ্চগড়)।
শীতার্তদের সাহাযার্থে সহায়তা প্রদানকারী বাংলাদেশিরা হলেন যথাক্রমে- মাসুদুর রহমান অপু, ড. তামিম আহমেদ, আশফাকুল তরফদার, আনোয়ার মন্ডল, শাহাজ ইসলাম,হালিম আকবর, আনোয়ার হোসেন হিমু, সোহেলুর রহমান স্বপন, সরকার মামুন, হারুন আহমেদ, জাহেদ চৌধুরী লিটন, শাহরিয়ার রহমান আরিফ, মোল্লা বাগাউদ্দিন পিয়াল, শফিউল আলম শফি, মীর সাব্বির আহমেদ, গোলাম কিবরিয়া, রেহানা নবী, নাসিমা পারভিন ও ছাবেদ সাথী।