একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী বরিসের কনজারভেটিভ
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:০৭,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পেল বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। এখন পর্যন্ত তারা ৩৩৮টি আসনে জয় পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন। সে হিসাবে কয়েকটি আসনের ফলাফল ঘোষণার আগেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল কনজারভেটিভ দল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৬৫০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৬১৪টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে ৩৩৮ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল কনজারভেটিভ পার্টি। গতবারের চেয়ে তারা ৪৩টি আসন বেশি পেয়েছে। অন্যদিকে লিবারেল পার্টি পেয়েছে ২০০টি আসন, যা গতবারের চেয়ে ৫৬টি কম।
একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বরিস জনসন জানান, এর মাধ্যমে তাকে ব্রেক্সিট কার্যকর করার সুযোগ দেওয়া হলো। তিনি আগামী মাসেই ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে বের করে আনবেন। জনসন বলেন- এটা দেখে মনে হচ্ছে যে, ব্রেক্সিট কার্যকর করার জন্য জনগণ আমাদের হাতে ক্ষমতা তুলে দিল।
নির্বাচনের ফলাফল সম্পর্কে লেবার পার্টির নেতা জেরেমি করবিন জানান, তাদের খুব ‘হতাশাজনক রাত’ গেছে। এছাড়া ভবিষ্যতে তিনি আর নির্বাচনে লড়বেন না বলেও ঘোষণা দেন। করবিন বলেন, লেবার পার্টি ‘আশা সঞ্চারক’ ইশতেহার দিয়েছিল। কিন্তু ব্রেক্সিট ইস্যু নিয়ে তা উপেক্ষিত হয়েছে।
প্রসঙ্গত বিবিসির বুথফেরত জরিপে বলা হয়েছিল, এবার ৩৬৮টি আসনে জয় পাবে কনজারভেটিভরা, যা ২০১৭ সালের নির্বাচনের চেয়ে ৫০টি বেশি। অন্যদিকে লেবার পার্টি পাবে ১৯১টি আসন। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি ৫৫টি, লিবারেল ডেমোক্র্যাটস ১৩টি ও দ্য ব্রেক্সিট পার্টি একটি আসনও পাবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।