লন্ডনে প্রবাসীদের সেবা দিবে ‘গোলাপগঞ্জ হাউস’
প্রকাশিত হয়েছে : ১:৫৮:১৮,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৬১০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার নাগরিকদের সেবাদানের জন্য বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে ক্রয় করা হচ্ছে গোলাপগঞ্জ হাউস।
গোলাপগঞ্জ হাউসে গোলাপগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সভা- সেমিনার, বয়স্ক লোকের জন্য বিভিন্ন সেবামুলক কার্যক্রম, ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা এবং আরবি শিক্ষার ব্যবস্থা সহ গোলাপগঞ্জ এলাকার নাগরিকদের জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদির ব্যবস্থা থাকবে।
গোলাপগঞ্জ হাউসের আজীবন দাতা সদস্য ফি ৫০০ পাউন্ড, দাতা সদস্য ২৫০ পাউন্ড। এছাড়া গোলাপগঞ্জের নাগরিক নন তারাও ২৫০ পাউন্ড ফি দিয়ে এসোসিয়েট মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন।
গোলাপগঞ্জ হাউসটি ক্রয় করা হবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নিজস্ব নামে এবং এটির ব্যবস্থাপনায় থাকবে সোশ্যাল ট্রাস্টের ইসি কমিটি।
গোলাপগঞ্জ হাউসের দাতা সদস্যদের আনুষ্ঠানিক ভাবে সম্মানিত করা হবে। এছাড়াও গোলাপগঞ্জ হাউসের প্রধান ফটকে খোদাই করে লেখা থাকবে দাতা সদস্যদের নাম। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সবগুলো প্রকাশনায় প্রকাশিত হবে তাদের পরিচিতি।