শক্তিধর মুসলিম রাষ্ট্র নিয়ে নতুন পরিকল্পনা!
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৫১,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৯৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইসলামফোবিয়াসহ বিভিন্ন অপপ্রচার রোধে আগেই বিভিন্ন পরিকল্পনার ঘোষণা দিয়েছিল তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়া। এবার ৪ মুসলিম শক্তিধর দেশকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক, মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান, বৃহত্তর অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া, কাতার ও মালয়েশিয়াকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’।
এই সম্মেলনের এজেন্ডা হিসেবে গুরুত্বসহকারে থাকছে উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, ন্যায়বিচার ও স্বাধীনতা, শান্তি-সুরক্ষা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাপনা এ সাতটি বিষয়।
সংবাদ সম্মেলেন করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ নিজেই এতথ্য দেন। খবর ডেইলি সাবাহ আরবির।
এ উদ্যোগকে প্রাথমিক সূচনা হিসেবে আখ্যায়িত করে মাহাথির বলেন, চলতি বছরের ১৮ থেকে ২১ ডিসেম্বর ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ অনুষ্ঠিত হবে। শুরুতে অল্প কয়েকটি দেশ নিয়ে আমরা বসতে যাচ্ছি। সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান, কাতারের আমির শেখ তামিম হামাদ আল-ছানি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত থাকবেন।’
এর আগে তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের উদ্যোগে আন্তর্জাতিক মানের সংবাদমাধ্যম খোলার উদ্যোগ নেয়া হয়েছিল। তিন দেশ মিলে যৌথভাবে ইংরেজি ভাষায় টিভি চ্যানেলটি খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন।