ইমরানকে অপসারণে এবার সর্বদলীয় বৈঠকের ডাক!
প্রকাশিত হয়েছে : ২:৩২:১২,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পাকিস্তানের বিরোধী দলগুলোকে নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান। ইসলামাবাদে আগামী ২৬ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রবিবার (২৪ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসলামাবাদ’ এ খবর প্রকাশ করেছে।
জানা গেছে, এ বৈঠকে সদ্য সমাপ্ত আজাদি মার্চের পর্যালোচনা ও ইমরান খানকে অপসারণে জোটবদ্ধভাবে বড় ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ও মুসলিম লীগের সাধারণ সম্পাদক আহসান ইকবালের সঙ্গে কথা বলেছেন মাওলানা ফজলুর রহমান।
গত ২৮ অক্টোবর মাওলানা ফজলুরের নেতৃত্বে করাচি থেকে লাখো জনতার বহর নিয়ে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ করেন ইমরান খানের বিরোধীরা। পাকিস্তানের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন ইসলামাবাদে অবস্থান করেন তারা। তবে সে আন্দোলন সফল হয়নি।