সিলেটে হেফাজতে ইসলামের বিক্ষোভ শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১২:০৯:৪১,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।
শুক্রবার (১৫) বাদ জুমা বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মিছিল শুরু হবে। সিলেট মহানগর হেফাজতের প্রচার বিভাগের দায়িত্বশীল মাওলানা সালেহ আহমদ শাহবাগী এ তথ্য জানান।
বুধবার রাতে নগরীর জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদ্রাসায় এ উপলক্ষ্যে হেফাজত নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মহানগর হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা হাফিজ মহসিন আহমদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর হেফাজতের ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা খায়রুল হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা ফয়জুল হক জালালাবাদী, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা মনজুর আহমদ, মাওলানা মুশফিকুর রহমান মামুন প্রমুখ।
শান্তিপূর্ণ এ বিক্ষোভ মিছিল সফল করার জন্য সাধারণ তৌহিদী জনতা ও উলামায়ে কেরামসহ তৌহিদি জনতার প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।