আলেপ্পো পুনরুদ্ধার: আসাদকে অভিনন্দন জানালেন পুতিন
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৫১,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৬১০ বার পঠিত
বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের হাত থেকে কৌশলগত আলেপ্পো নগরী পুনরুদ্ধারের ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছেন তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন। তিনি শুক্রবার আসাদকে টেলিফোন করে এ অভিনন্দন জানান বলে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে।
বৃহস্পতিবার সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব আলেপ্পো থেকে সব জঙ্গি ও বেসামরিক নাগরিকরা সরে যাওয়ার পর গোটা আলেপ্পো নগরীতে সরকারি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ওই ঘোষণার একদিন পর আসাদকে ফোন করলেন পুতিন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, টেলিফোনালাপে সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে বলে পুতিন উল্লেখ করেন। তিনি সিরিয়ার চলমান সংকটের স্থায়ী সমাধানের ওপরও জোর দেন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করা যায় কিনা সেদিকে দৃষ্টি দিতে আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুতিন।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোনালাপে আলেপ্পো পুনরুদ্ধারে প্রধান সহযোগী হিসেব ভূমিকা রাখায় ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, আলেপ্পোর পুনরুদ্ধার রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের রাস্তা খুলে দিয়েছে। প্রায় ছয় বছরের যুদ্ধের পর কীভাবে সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে দুই নেতা আলাপ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#