‘পরশ্রীকাতর’র ‘ইংরেজি’ খুঁজছেন শেখ হাসিনা!
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৩৮,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১৪৫৩ বার পঠিত
বাংলা প্রেস, নিউ ইয়র্ক:: ‘পরশ্রীকাতর’ শব্দের কোন ইংরেজি নাই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর,২০১৯) বিকেলে ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ‘পরশ্রীকাতর’র ইংরেজি নেই বলে জানান। এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রস্থ বার্তা সংস্থা বাংলা প্রেস।
দেশের সার্বিক উন্নয়ন দেখে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো সব সময়ই সরকারের খারাপ সমালোনা করে বেড়ান। তারা কখনোই ভালো জিনিষ দেখতে পান না। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের উন্নয়ন কর্মাকান্ড দেখে তাদের হিংসে হয়। এরা পরশ্রীকাতর। কিন্তু এ শব্দটির কোন ইংরেজি নাই।
প্রধানমন্ত্রীর এ কথা শোনার পর থেকেই উপস্থিত অনেক দর্শকশ্রোতাদের মনেই খটকা লাগে। একে অপরের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। প্রধানমন্ত্রীর কথার রেশ ধরে কেউ কেউ ইংরেজি অভিধান খুঁজতে থাকেন।
অবশেষে খুঁজে পাওয়া গেছে।’পরশ্রীকাতর’-এর ইংরেজি এনভি; যার ইংরেজি অর্থ- Envy : a mortified at another’s good or prosperity, pained at another’s good fortune or weal, envious. fem. অথবা- A feeling of discontent or covetousness with regard to another’s advantages, success, possessions, etc.